ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে দিনের বেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য (মেম্বার) ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মোস্তাফিজুর রহমান ওরফে মজা। তিনি উপজেলার চিনাডুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। তাঁর বাড়ি ইউনিয়নের বামনা গ্রামে।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় মোস্তাফিজুর রহমানের অভিযোগ, তাঁকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা নিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
এ ঘটনার পর ওই দিন বিকেলেই পৌর শহরের পলবান্ধা ভাটিপাড়া গ্রামের আক্কেল আলী আনিছ (৪০) এবং একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে জাবেদকে (৩৪) আসামি করে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ ছাড়া আরও অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর। পৌর শহরের গাঁওকুড়া এলাকায় করিম ঢালী রাইস মিলের উত্তর পাশে সড়কে দেশীয় অস্ত্রে ভয়ভীতি দেখিয়ে তাঁর গতি রোধ করে কয়েকজন ছিনতাইকারী। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তাঁকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তাঁর প্যান্টের পকেটে রাখা ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। যাওয়ার সময় ছিনতাইকারীরা হুমকিও দেয় যে, ভবিষ্যতে এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাঁকে খুন-জখম করা হবে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। গতি রোধ করে আমাকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছি। এ বিষয়ে সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
ঘটনাস্থলে গেলে ধর্মকুড়া বাজারে আসা প্রত্যক্ষদর্শী পৌর শহরের বাসিন্দা সাহেব মিয়া বলেন, ‘ছিনতাইকারীরা দিবালোকে মোটরসাইকেল থামিয়ে সাবেক ইউপি মেম্বার মজার কাছ থেকে ৮৩ হাজার টাকা ছিনতাই করেছে। ছিনতাইকারীরা স্থানীয় বাসিন্দা।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর পড়ুন:

জামালপুরের ইসলামপুরে দিনের বেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্য (মেম্বার) ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মোস্তাফিজুর রহমান ওরফে মজা। তিনি উপজেলার চিনাডুলী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। তাঁর বাড়ি ইউনিয়নের বামনা গ্রামে।
গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকেল পৌনে ৫টার দিকে ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়া বাজারে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় মোস্তাফিজুর রহমানের অভিযোগ, তাঁকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা নিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
এ ঘটনার পর ওই দিন বিকেলেই পৌর শহরের পলবান্ধা ভাটিপাড়া গ্রামের আক্কেল আলী আনিছ (৪০) এবং একই এলাকার মৃত আক্কেল আলীর ছেলে জাবেদকে (৩৪) আসামি করে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এ ছাড়া আরও অজ্ঞাত তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন মোস্তাফিজুর। পৌর শহরের গাঁওকুড়া এলাকায় করিম ঢালী রাইস মিলের উত্তর পাশে সড়কে দেশীয় অস্ত্রে ভয়ভীতি দেখিয়ে তাঁর গতি রোধ করে কয়েকজন ছিনতাইকারী। তিনি মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তাঁকে কিল-ঘুষি মারতে থাকে। এ সময় তাঁর প্যান্টের পকেটে রাখা ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। যাওয়ার সময় ছিনতাইকারীরা হুমকিও দেয় যে, ভবিষ্যতে এ বিষয়ে বাড়াবাড়ি করলে তাঁকে খুন-জখম করা হবে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ধর্মকুড়া বাজারে ৭৫ মণ ধান বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। গতি রোধ করে আমাকে মারধর করে প্যান্টের পকেট ছিঁড়ে ৮৩ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়েছে। ছিনতাইকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছি। এ বিষয়ে সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’
ঘটনাস্থলে গেলে ধর্মকুড়া বাজারে আসা প্রত্যক্ষদর্শী পৌর শহরের বাসিন্দা সাহেব মিয়া বলেন, ‘ছিনতাইকারীরা দিবালোকে মোটরসাইকেল থামিয়ে সাবেক ইউপি মেম্বার মজার কাছ থেকে ৮৩ হাজার টাকা ছিনতাই করেছে। ছিনতাইকারীরা স্থানীয় বাসিন্দা।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর পড়ুন:

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৪ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৫ মিনিট আগে