ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

বিএনপিকে ‘অবৈধ দল’ আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দলটির জন্মই হয়েছে অবৈধভাবে। তারা নির্বাচনের আগে সব সময় চেষ্টা করে, পরিস্থিতি ঘোলাটে করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।’
আজ রোববার দুপুরে জামালপুরের ইসলামপুরে এম এ সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। দলটি সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়। তারা দেশের উন্নয়ন চায় না। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারে যেমন মাঠে আছে, তেমনি মাঠে থাকবে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তিশৃঙ্খলা সুরক্ষায় আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তিশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, ‘যারা বিভিন্ন সময় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যাঁরা ক্ষমা চেয়েছেন, তাঁদের দল থেকে ক্ষমা করা হয়েছে। আগামী নির্বাচনে কারা মনোনয়ন পাবেন, এ বিষয়ে দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে।’
পরে মন্ত্রী ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী প্রমুখ।

বিএনপিকে ‘অবৈধ দল’ আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দলটির জন্মই হয়েছে অবৈধভাবে। তারা নির্বাচনের আগে সব সময় চেষ্টা করে, পরিস্থিতি ঘোলাটে করে কীভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা যায়।’
আজ রোববার দুপুরে জামালপুরের ইসলামপুরে এম এ সামাদ-পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। দলটি সন্ত্রাস-জঙ্গিবাদের মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে দিতে চায়। তারা দেশের উন্নয়ন চায় না। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সরকারে যেমন মাঠে আছে, তেমনি মাঠে থাকবে। জনগণের জানমাল রক্ষায় এবং দেশের শান্তিশৃঙ্খলা সুরক্ষায় আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাউকেই এ দেশের শান্তিশৃঙ্খলা-উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, ‘যারা বিভিন্ন সময় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং যাঁরা ক্ষমা চেয়েছেন, তাঁদের দল থেকে ক্ষমা করা হয়েছে। আগামী নির্বাচনে কারা মনোনয়ন পাবেন, এ বিষয়ে দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে।’
পরে মন্ত্রী ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষক সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী প্রমুখ।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ভবনে প্রাথমিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সংগৃহীত নথিপত্র প্রাথমিক যাচাই শেষে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুদকের টিম কমিশনের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা
২৪ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৪১ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে