টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বেতন পরিশোধ না করে কারখানার প্রধান ফটকে তালা ঝোলানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে। এদিকে পুলিশের বাধায় মহাসড়কে উঠতে না পেরে শ্রমিকেরা এখন কারখানার পাশে অবস্থান নিয়েছেন।
কারখানার শ্রমিকদের সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় ৭৫০ জন শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসে ওই কারখানার ৫০ জন শ্রমিকের ৫০ শতাংশ বেতন বকেয়া রাখেন কারখানার মালিকপক্ষ। গত মে মাস আবারও কারখানার সব শ্রমিকের বেতন বকেয়া রাখেন তাঁরা। গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি। ওই দিন শ্রমিকেরা দিনভর বেতন-ভাতার জন্য অপেক্ষা করে বিকেলের দিকে বিক্ষোভ করে চলে যান।
শ্রমিকেরা আরও জানান, বুধবার সকালে শ্রমিকেরা আবারও কারখানায় এলে গেট তালাবদ্ধ দেখতে পান। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান এবং পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে বাগানবাড়ি এলাকা থেকে বের হন। এ সময় পুলিশ শ্রমিকদের মহাসড়কে উঠতে বাধা দেয়।
কারখানাটির মালিক মো. সাইফুদ্দিন বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করতে শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। এতে সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা কারখানাটির দক্ষিণ পাশে বালুর মাঠে অবস্থান নেন।

গাজীপুরের টঙ্গীতে বেতন পরিশোধ না করে কারখানার প্রধান ফটকে তালা ঝোলানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড নামের কারখানাটিতে এ ঘটনা ঘটে। এদিকে পুলিশের বাধায় মহাসড়কে উঠতে না পেরে শ্রমিকেরা এখন কারখানার পাশে অবস্থান নিয়েছেন।
কারখানার শ্রমিকদের সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় ৭৫০ জন শ্রমিক কাজ করেন। গত এপ্রিল মাসে ওই কারখানার ৫০ জন শ্রমিকের ৫০ শতাংশ বেতন বকেয়া রাখেন কারখানার মালিকপক্ষ। গত মে মাস আবারও কারখানার সব শ্রমিকের বেতন বকেয়া রাখেন তাঁরা। গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও তা করা হয়নি। ওই দিন শ্রমিকেরা দিনভর বেতন-ভাতার জন্য অপেক্ষা করে বিকেলের দিকে বিক্ষোভ করে চলে যান।
শ্রমিকেরা আরও জানান, বুধবার সকালে শ্রমিকেরা আবারও কারখানায় এলে গেট তালাবদ্ধ দেখতে পান। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান এবং পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে বাগানবাড়ি এলাকা থেকে বের হন। এ সময় পুলিশ শ্রমিকদের মহাসড়কে উঠতে বাধা দেয়।
কারখানাটির মালিক মো. সাইফুদ্দিন বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করতে শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান গনি বলেন, বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিতে চাইলে বাধা দেয় পুলিশ। এতে সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা কারখানাটির দক্ষিণ পাশে বালুর মাঠে অবস্থান নেন।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩ ঘণ্টা আগে