নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লি গ্রামে গণপিটুনিতে দুই সহোদর ভাইয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংস্থাটি।
এমএসএফ জানায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন হওয়ায় সঠিক কারণ অনুসন্ধান করে দায়ী ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।
গত বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে মন্দিরে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে দুই সহোদর নিহত হন। সংঘর্ষের খবর পেয়ে হতাহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ওসিকে ঘেরাও করে রাখা হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও র্যাবের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, কেবল সন্দেহের বশবর্তী হয়ে এ ধরনের অসাংবিধানিক ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। স্থানীয় পুলিশ-প্রশাসনকে না জানিয়ে, তাদের সহযোগিতা না নিয়ে প্রচলিত আইন অবজ্ঞা করে, আইন নিজের হাতে তুলে নিয়ে এমন বর্বরোচিত ঘটনা ঘটানো মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘটনাটি কোনো মানুষের জীবনের অধিকার ও বিচার লাভের অধিকারের চরম লঙ্ঘন। আইন অবজ্ঞা করে গণপিটুনির ঘটনা ঘটিয়ে হত্যা করা অবশ্যই ফৌজদারি অপরাধ। এই প্রবণতায় এমএসএফ গভীরভাবে উদ্বিগ্ন। হঠাৎ করে মারাত্মক আকার ধারণ করা এসব ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি, নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সর্বোপরি দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। ফলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিক দায়িত্ব; পাশাপাশি এই প্রবণতা রোধে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে এমএসএফ।
আরও পড়ুন:

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে হিন্দু অধ্যুষিত পঞ্চপল্লি গ্রামে গণপিটুনিতে দুই সহোদর ভাইয়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংস্থাটি।
এমএসএফ জানায়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে ঘটনাটি মানবাধিকারের চরম লঙ্ঘন হওয়ায় সঠিক কারণ অনুসন্ধান করে দায়ী ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।
গত বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে মন্দিরে আগুন লাগার ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে দুই সহোদর নিহত হন। সংঘর্ষের খবর পেয়ে হতাহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে গেলে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ওসিকে ঘেরাও করে রাখা হয়। পরে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও র্যাবের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, কেবল সন্দেহের বশবর্তী হয়ে এ ধরনের অসাংবিধানিক ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। স্থানীয় পুলিশ-প্রশাসনকে না জানিয়ে, তাদের সহযোগিতা না নিয়ে প্রচলিত আইন অবজ্ঞা করে, আইন নিজের হাতে তুলে নিয়ে এমন বর্বরোচিত ঘটনা ঘটানো মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘটনাটি কোনো মানুষের জীবনের অধিকার ও বিচার লাভের অধিকারের চরম লঙ্ঘন। আইন অবজ্ঞা করে গণপিটুনির ঘটনা ঘটিয়ে হত্যা করা অবশ্যই ফৌজদারি অপরাধ। এই প্রবণতায় এমএসএফ গভীরভাবে উদ্বিগ্ন। হঠাৎ করে মারাত্মক আকার ধারণ করা এসব ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি, নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সর্বোপরি দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। ফলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিক দায়িত্ব; পাশাপাশি এই প্রবণতা রোধে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে এমএসএফ।
আরও পড়ুন:

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে