Ajker Patrika

নগরকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফরিদপুর প্রতিনিধি
নগরকান্দায় গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফরিদপুরের নগরকান্দায় দীপা বিশ্বাস (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দীপার লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান শাকিল। তিনি বলেন, ‘আজ সোমবার সকালে গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

দীপা বিশ্বাস নগরকান্দা উপজেলার দফা দক্ষিণ পাড়া এলাকার প্রসিদ্ধ বিশ্বাস ওরফে শিবুর স্ত্রী। এ ছাড়া তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের সুশান্ত কর্মকারের মেয়ে। 

দীপা বিশ্বাসের বাবা সুশান্ত কর্মকারের দাবি, তাঁর মেয়ে দীপাকে স্বামী শিবু ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করেছেন। এর আগেও কয়েক দফা তাঁর মেয়েকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতন করেছেন। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, প্রায় চার বছর আগে প্রসিদ্ধ বিশ্বাস শিবুর সঙ্গে বিয়ে হয় দীপার। তাঁদের ঘরে দেড় বছরের ছেলে সন্তান রয়েছে। গতকাল সন্ধ্যায় যৌতুকের দাবিতে স্বামী ও পরিবারের লোকজন দীপাকে নির্যাতন ও মারধর করেন। পরে তাঁকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্বামী শিবু স্থানীয় সংবাদদাতা হিসেবে কয়েকটি পত্রিকায় কাজ করেন বলে জানা গেছে। 

এসপি আসাদুজ্জামান শাকিল বলেন, ‘খবর পেয়ে দীপা বিশ্বাসের লাশ নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই লাশের সঙ্গে থাকা স্বামী হাসপাতাল থেকে পালিয়ে যান। দীপার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত