
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে আজ বৃহস্পতিবার ২২টি কারখানা বন্ধ ছিল।
এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত আছে। বিভিন্ন কারখানা ও কারখানাসংলগ্ন সড়কে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
পুলিশ বলেছে, আজ সকালে সাভার ও আশুলিয়ার প্রায় সব কারখানা খুলেছে। শ্রমিকেরা নির্দিষ্ট সময়ে সুশৃঙ্খলভাবে কাজে যোগ দেন। এরপর কোনো অসন্তোষ ছাড়াই দিনভর কারখানাগুলোয় উৎপাদন চলেছে। তবে শিল্প আইনের ১৩ (১) ধারায় ১৬টি কারখানা বন্ধ ছিল এদিন। আর সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ছয়টি কারখানায়।
শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারাতে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগে বে-আইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দিতে পারবেন; এমন বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি পোশাক কারখানার মালিক বলেন, ‘কারখানার ভেতরের এবং বাইরে নানা কারণে এই অঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিএমইএ, কারখানার মালিকদের আন্তরিকতা ও প্রচেষ্টা এবং সর্বোপরি শ্রমিকদের সহিষ্ণুতার কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে কারখানাগুলোয় উৎপাদন বেড়েছে। এ পরিবেশ অব্যাহত থাকলে গত কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।’
শিল্প পুলিশ-১-এর (আশুলিয়া) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজ প্রায় সব কারখানাই খুলেছে। কাজ চলছে। সব মিলিয়ে ২২টি কারখানা বন্ধ ছিল।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
১ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
৩০ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
৩৫ মিনিট আগে
সকাল থেকেই আইনপুর মাঠ ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। অনেককে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড হাতে জনসভাস্থলে আসতে দেখা গেছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভা শেষে মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপির এই শীর্ষ নেতা।
১ ঘণ্টা আগে