নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় হরতাল সমর্থনে জেলা যুবদল মশাল মিছিল করেছে। মিছিলের পর তিনটি ট্রাকসহ অন্তত ১০–১৫টি যানবাহন ভাঙচুর করা হয়।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফতুল্লার পঞ্চবটি মুক্তারপুর সড়কের ভোলাইল এলাকায় এই ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা যুবদলের অর্ধশত কর্মী সড়কের এনআর গার্মেন্টস থেকে বিসিক এলাকা পর্যন্ত মিছিল ও ভাঙচুর চালায়। সড়কে তাঁদের সামনে আসা অন্তত ১০–১৫টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। এ সময় শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানের চাকায় আগুন দেয় তাঁরা। এ ছাড়া জ্বালানি তেলবাহী একটি ট্রাক ও সড়ক সংস্কার কাজে রাখা এস্কেভেটরে আগুন দেওয়ার চেষ্টা করে।
প্রায় ১০ মিনিট ধরে সড়কে তাণ্ডব চালানো হয়। পরে সড়কের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তাঁরা। খবর পেয়ে ফতুল্লা থানা–পুলিশের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আটক করে থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকে।
প্রত্যক্ষদর্শী ফুটপাত ব্যবসায়ী আজিজুল বলেন, ‘৫০ জনের মতো মানুষ রাস্তাঘাটে যত গাড়ি পাইসে সব ভাঙচুর করছে। অটোরিকশা, ট্রাক, কাভার্ডভ্যান সবগুলার কাচ ভাঙছে। দুই, তিনটা গাড়িতে পেট্রল বোমা মারছিল। কিন্তু ওইগুলা ঠিকমতো আগুন ধরাইতে পারে নাই। নিভায়া ফেলসে গাড়ির লোকজন।’
ঢাকা মুন্সিগঞ্জ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের একজন শ্রমিক বলেন, ‘আমাদের এস্কেভেটর গাড়ি পুড়ায়া দিতে নিসিল। আমরা নিভায়া ফেলসি। গাড়ির কাছ ভাঙচুর কইরা গেছে গা। যাওয়ার আগে রাস্তায় পেট্রল ঢাইলা আগুন দিয়া গেছে।’
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, রাতে ভোলাইল এলাকায় কয়েকটি ট্রাক–গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপির কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যায়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় হরতাল সমর্থনে জেলা যুবদল মশাল মিছিল করেছে। মিছিলের পর তিনটি ট্রাকসহ অন্তত ১০–১৫টি যানবাহন ভাঙচুর করা হয়।
আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে ফতুল্লার পঞ্চবটি মুক্তারপুর সড়কের ভোলাইল এলাকায় এই ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা যুবদলের অর্ধশত কর্মী সড়কের এনআর গার্মেন্টস থেকে বিসিক এলাকা পর্যন্ত মিছিল ও ভাঙচুর চালায়। সড়কে তাঁদের সামনে আসা অন্তত ১০–১৫টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। এ সময় শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যানের চাকায় আগুন দেয় তাঁরা। এ ছাড়া জ্বালানি তেলবাহী একটি ট্রাক ও সড়ক সংস্কার কাজে রাখা এস্কেভেটরে আগুন দেওয়ার চেষ্টা করে।
প্রায় ১০ মিনিট ধরে সড়কে তাণ্ডব চালানো হয়। পরে সড়কের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তাঁরা। খবর পেয়ে ফতুল্লা থানা–পুলিশের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আটক করে থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদকে।
প্রত্যক্ষদর্শী ফুটপাত ব্যবসায়ী আজিজুল বলেন, ‘৫০ জনের মতো মানুষ রাস্তাঘাটে যত গাড়ি পাইসে সব ভাঙচুর করছে। অটোরিকশা, ট্রাক, কাভার্ডভ্যান সবগুলার কাচ ভাঙছে। দুই, তিনটা গাড়িতে পেট্রল বোমা মারছিল। কিন্তু ওইগুলা ঠিকমতো আগুন ধরাইতে পারে নাই। নিভায়া ফেলসে গাড়ির লোকজন।’
ঢাকা মুন্সিগঞ্জ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের একজন শ্রমিক বলেন, ‘আমাদের এস্কেভেটর গাড়ি পুড়ায়া দিতে নিসিল। আমরা নিভায়া ফেলসি। গাড়ির কাছ ভাঙচুর কইরা গেছে গা। যাওয়ার আগে রাস্তায় পেট্রল ঢাইলা আগুন দিয়া গেছে।’
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, রাতে ভোলাইল এলাকায় কয়েকটি ট্রাক–গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপির কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যায়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে