
বিএনপির ডাকা গণসমাবেশকে ঘিরে সড়কে আজ যানবাহনের চলাচল ছিল খুবই সীমিত। অনেক দোকানপাট ছিল বন্ধ। ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র বলে খ্যাত পুরান ঢাকায় সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ দোকানই বন্ধ। কয়েকটি দোকান খোলা থাকলেও সেখানে বেচাকেনা নেই। কাজ না পেয়ে অলস সময় কাটাচ্ছেন ব্যবসায়ী, কর্মচারী, দিনমজুর ও ঠেলাগাড়ি চালকেরা।
হুমায়ূন কবির নামে এক দিনমজুর জানান, এক ছেলে ও তিন মেয়ে নিয়ে তাঁর সংসার। প্রতিদিন ৪০০-৫০০ টাকা আয় করেন তিনি। কিন্তু আজ শনিবার সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারেননি।
কীভাবে সংসার চলাবেন জানতে হুমায়ূন কবির বলেন, ‘আল্লাহর ওপর ভরসা।’
ইদ্রিস আলী নামে এক ঠেলাগাড়ি চালক বলেন, ‘সকাল থেকে এক টাকাও রোজগার করতে পারিনি। উল্টো সকালে ৪৫ টাকার নাশতা খেয়েছি। বাকি দুবেলা কীভাবে খাব সেটাও জানি না।’
শুধু হুমায়ূন কবির আর ইদ্রিস আলীই নন, তাঁদের মতো কয়েক শ শ্রমিক-দিনমজুরকে অলস সময় কাটাতে হয়েছে। তাঁদের কেউ কেউ একত্রে জড়ো হয়ে অনলাইনে লুডো খেলে সময় কাটিয়েছেন, কারও সময় কেটেছে গল্প করে। তবে সকলের চোখেমুখেই ছিল অজানা উৎকণ্ঠা। কেননা দিন শেষে রোজগার করতে না পারলেতো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে খাবারটুকু সেটিও কেনা যাবে না।
বাবুবাজারের মামনি রাইস এজেন্সির কর্ণধার মনির হোসেন জমাদার জানান, প্রতিদিন ৬০ থেকে ৭০ বস্তা চাল বিক্রি করলেও আজ দুপুর পর্যন্ত বিক্রি করেছেন মাত্র তিন বস্তা চাল।
পুরান ঢাকার ইমামগঞ্জ মোড়ে কথা হয় পথচারী একরাম আলীর সঙ্গে। তিনি জানান, আজ রাস্তাঘাট ফাঁকা। অন্যান্য দিন এই জায়গা দিয়ে পায়ে হাঁটাই কষ্টকর থাকে। অথচ আজ একদম ফাঁকা।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
২৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে