বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। অবশ্য ততক্ষণে ওই সড়কের যানজট মিরপুর আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শেওড়াপাড়ার ওই এলাকায় সকালে শতাধিক নারী শ্রমিক রাস্তায় নামেন। তখন তারা ‘মালিকের কালো হাত গুড়িয়ে দাও ভেঙ্গে দাও’ বলে স্লোগান দিতে থাকেন। ঘনটাস্থল মিরপুর মডেল ও কাফরুল থানার মধ্যে পড়ায় দুই থানা থেকে পুলিশ সদস্যরা এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এর আগে, গতকাল বুধবারও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছিলেন ওই কারখানার পোশাক শ্রমিকেরা।
পোশাক করাখানার শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা তাসলিমা আক্তার বলেন, ‘ওই পোশাক কারখানার মালিক পোশাক কারাখানারটি স্থানান্তর করে অন্য স্থানে নিয়ে যাবে। কিন্তু শ্রমিকদের কয়েকমাসের বকেয়া বেতন রয়েছে। শ্রমিকেরা বকেয়া বেতন ও স্থানান্তর ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে।’
জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় নামার পর পরই সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেছি আমরা। মালিকদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হয়েছিল। পরে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।’
এদিকে তাদের রাস্তা অবরোধের কারণে ওই সড়কে সকাল থেকে অফিসগামীদের অফিসে যেতে বেগ পেতে হয়। একদিকে রাজধানীতে অব্যাহত বৃষ্টি অন্যদিকে যান চলাচল না করায় পায়ে হেঁটে অনেককেই অফিসের দিকে রওনা দেন। অনেককে মিরপুর থেকে গাড়ি ঘুরিয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২৮ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে