নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। অবশ্য ততক্ষণে ওই সড়কের যানজট মিরপুর আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শেওড়াপাড়ার ওই এলাকায় সকালে শতাধিক নারী শ্রমিক রাস্তায় নামেন। তখন তারা ‘মালিকের কালো হাত গুড়িয়ে দাও ভেঙ্গে দাও’ বলে স্লোগান দিতে থাকেন। ঘনটাস্থল মিরপুর মডেল ও কাফরুল থানার মধ্যে পড়ায় দুই থানা থেকে পুলিশ সদস্যরা এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এর আগে, গতকাল বুধবারও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছিলেন ওই কারখানার পোশাক শ্রমিকেরা।
পোশাক করাখানার শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা তাসলিমা আক্তার বলেন, ‘ওই পোশাক কারখানার মালিক পোশাক কারাখানারটি স্থানান্তর করে অন্য স্থানে নিয়ে যাবে। কিন্তু শ্রমিকদের কয়েকমাসের বকেয়া বেতন রয়েছে। শ্রমিকেরা বকেয়া বেতন ও স্থানান্তর ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে।’
জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় নামার পর পরই সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেছি আমরা। মালিকদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হয়েছিল। পরে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।’
এদিকে তাদের রাস্তা অবরোধের কারণে ওই সড়কে সকাল থেকে অফিসগামীদের অফিসে যেতে বেগ পেতে হয়। একদিকে রাজধানীতে অব্যাহত বৃষ্টি অন্যদিকে যান চলাচল না করায় পায়ে হেঁটে অনেককেই অফিসের দিকে রওনা দেন। অনেককে মিরপুর থেকে গাড়ি ঘুরিয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।

বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকার জে কে ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করেন।
প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ এসে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়। অবশ্য ততক্ষণে ওই সড়কের যানজট মিরপুর আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শেওড়াপাড়ার ওই এলাকায় সকালে শতাধিক নারী শ্রমিক রাস্তায় নামেন। তখন তারা ‘মালিকের কালো হাত গুড়িয়ে দাও ভেঙ্গে দাও’ বলে স্লোগান দিতে থাকেন। ঘনটাস্থল মিরপুর মডেল ও কাফরুল থানার মধ্যে পড়ায় দুই থানা থেকে পুলিশ সদস্যরা এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এর আগে, গতকাল বুধবারও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছিলেন ওই কারখানার পোশাক শ্রমিকেরা।
পোশাক করাখানার শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা তাসলিমা আক্তার বলেন, ‘ওই পোশাক কারখানার মালিক পোশাক কারাখানারটি স্থানান্তর করে অন্য স্থানে নিয়ে যাবে। কিন্তু শ্রমিকদের কয়েকমাসের বকেয়া বেতন রয়েছে। শ্রমিকেরা বকেয়া বেতন ও স্থানান্তর ভাতার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে।’
জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বলেন, ‘শ্রমিকেরা রাস্তায় নামার পর পরই সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেছি আমরা। মালিকদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করা হয়েছিল। পরে বুঝিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।’
এদিকে তাদের রাস্তা অবরোধের কারণে ওই সড়কে সকাল থেকে অফিসগামীদের অফিসে যেতে বেগ পেতে হয়। একদিকে রাজধানীতে অব্যাহত বৃষ্টি অন্যদিকে যান চলাচল না করায় পায়ে হেঁটে অনেককেই অফিসের দিকে রওনা দেন। অনেককে মিরপুর থেকে গাড়ি ঘুরিয়ে অন্য সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১৮ মিনিট আগে
শিশু সাফায়াত বাড়ির উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর আর কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সে মারা গেছে।
২৮ মিনিট আগে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ‘ফরজে কিফায়া’ (দায়িত্ব পালনের বাধ্যবাধকতা) বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে সিলেটের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে গণভোট নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা...
১ ঘণ্টা আগে