Ajker Patrika

পদ্মা সেতুতে ছবি তোলা ও লেন ভঙ্গ, ৯ বাইকারকে ২৭ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৭: ৫৯
পদ্মা সেতুতে ছবি তোলা ও লেন ভঙ্গ, ৯ বাইকারকে ২৭ হাজার টাকা জরিমানা

পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা এবং নির্দিষ্ট লেনের বাইরে গিয়ে মোটরসাইকেল চালানোয় ৯ বাইকারকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে মুন্সিগঞ্জের ট্রাফিক পুলিশ। আজ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সেতুতে দাঁড়ানো, ছবি তোলা এবং লেন পরিবর্তন না করার বিষয়ে নির্দেশনা ছিল। আজ শুক্রবার সকাল থেকে আমরা শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তার জন্য সেতুতে কাজ করছিলাম। ওই ৯ ব্যক্তি নিয়ম না মেনে সেতুর বিভিন্ন স্থানে মোটরসাইকেল থামিয়ে সেতুতে ছবি তুলছিলেন। বেশ কয়েকজন নির্ধারিত লেন ক্রস করে যানবাহন চলার লেনে চলে যান। পরে শৃঙ্খলা ভঙ্গকারীদের আটক করা হয়। পরে সড়ক পরিবহন আইনে তাঁদের ৩ হাজার টাকা করে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গার বাসিন্দা বাইকচালক মো. ইসমাইল বলেন, ‘আমি ঠিকঠাক লেন দিয়ে সেতু পার হচ্ছিলাম। সেতুর লেনের প্লাস্টিকের খুঁটিগুলো বাঁকা আড়ের মতো ছিল। সেতুতে থাকা কয়েকজন স্বেচ্ছাসেবী আমাকে আরেক পথে যেতে বলেন, আমি সেই পথে যাওয়ার চেষ্টা করছিলাম। এ সময় কিছুটা ভুল বোঝাবুঝি হয়। এতে আমাকে ট্রাফিক পুলিশ জরিমানা করে।’

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতি মহাসড়কে প্রতিটি যানবাহনের জন্য একটি নির্দিষ্ট লেন রয়েছে। কেউ যদি সেই লেন পরিবর্তন করে, সেটা অপরাধ। অনুমতি নেই এমন জায়গায় গাড়ি পার্কিং করে ছবি তোলা, সেটাও অপরাধ। যে ৯ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, তাঁরা এ দুটির যেকোনো একটি অপরাধের মধ্যে জড়িত ছিলেন। সেতুতে মোটরসাইকেল চলাচলের নিয়ম ঠিক রাখতে সেতুসচিব মহোদয়ের সঙ্গে পরামর্শ করে এসব জরিমানা করা হয়েছে। যারা নিয়মের ব্যত্যয় করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত