Ajker Patrika

শরীয়তপুরে জয়ন্তী নদী থেকে মা-শিশুর লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদী থেকে এক নারী ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুটির বয়স ৫ বছর হবে। পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তারা মা-ছেলে হতে পারেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জয়ন্তী নদী দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের পণ্য ও যাত্রীবাহী নৌযান ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও চাঁদপুরে যাতায়াত করে। আজ সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মসুরগাঁও এলাকায় তীরে নারীর ও তীর থেকে কিছুটা দূরত্বে ভাসমান অবস্থায় শিশুর লাশ দেখতে পান স্থানীয় জেলেরা।

পরে বিষয়টি গোসাইরহাট থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো নৌযান থেকে তাদের নদীতে ফেলে দেওয়া হয়েছে অথবা তারা নদীতে পড়ে গেছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

গোসাইরহাট থানার এসআই মাহাবুবুর রহমান বলেন, নারীর লাশটি নদীর তীরে এবং শিশুর লাশ তীর থেকে প্রায় ২০০ মিটার দূরে নদীর মধ্যে ভাসমান অবস্থায় পাওয়া যায়। লাশ দুটি উদ্ধারের পর আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে, তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরিচয় শনাক্তে ঢাকা থেকে সিআইডির একটি টিম রওনা হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত