নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আদি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের বিরোধ বহু পুরোনো। এ বিরোধ নিয়ে হাতাহাতি, মারামারি তো বটেই, খুনাখুনিও কম হয়নি। আজ সেই বিরোধে পানি ঢেলে দিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। নিউমার্কেটের ভয়াবহ আগুন নেভাতে দিনভর যত পানি ছিটানো হয়েছে, তার প্রায় সবই নেওয়া হয়েছে ঢাকা কলেজ চত্বরের পুকুর থেকে।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলছিলেন, আগুন লাগার খবর আসে আজ শনিবার সাতসকালে। এরপর সবার আগে ঝাঁপিয়ে পড়েন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আরেক শিক্ষার্থী বলেন, ‘সাহ্রি খাওয়ার পর আমরা বিশ্রামে ছিলাম। হঠাৎ খবর এল মার্কেটে আগুন লেগেছে। এ খবর শুনে কেউ কি বসে থাকতে পারে? সবাই মিলে নেমে পড়লাম আগুন নেভাতে।’
রবি নামের এক ছাত্র বললেন, আগুনের খবর শুনে কোনো আবাসিক ছাত্র ঘরে বসে থাকেনি। সবাই ঝাঁপিয়ে পড়েছে। কিছু না কিছু করে সাহায্য করেছে।
শিক্ষার্থী আরাফাত বললেন, ‘আগুন নেভানো শুরু হতে না-হতেই ফায়ারের পানি ফুরিয়ে যায়। আমরা তখন ফায়ারকে বলি কলেজের ভেতরে পুকুর আছে। এরপর ফায়ারের কর্মীরা একে একে ১৫টি পাম্প বসিয়ে পানি তুলতে থাকে। পানির পাইপ যাতে গাড়ি পর্যন্ত যেতে কোনো সমস্যা না হয়, সে জন্য কলেজের সীমানা দেয়ালও ভেঙে ফেলা হয়।’
ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সাংবাদিকদের বলেন, ‘আমরা হলাম প্রতিবেশী। এমন বিপদের দিনে আমরা বসে থাকব কী করে। যা যা লাগে সবই করব। আমাদের সব ছেলে সাহায্য করবে।’
দিনভর ঢাকা কলেজের এই সহযোগিতায় কৃতজ্ঞ নিউমার্কেটের ব্যবসায়ীরা। হারুন নামের এক ব্যবসায়ী বললেন, ‘ওরা তো আমাদের প্রতিবেশী। ঝগড়াঝাঁটি যা-ই হোক, বিপদে তো তারাই আগে আসবে। ওরা যে আমাদের ভালো প্রতিবেশী, সেটা কিন্তু এবার প্রমাণ দিয়েছে। আশা করি এ বন্ধন অটুট থাকবে।’

রাজধানীর আদি শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের বিরোধ বহু পুরোনো। এ বিরোধ নিয়ে হাতাহাতি, মারামারি তো বটেই, খুনাখুনিও কম হয়নি। আজ সেই বিরোধে পানি ঢেলে দিয়েছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। নিউমার্কেটের ভয়াবহ আগুন নেভাতে দিনভর যত পানি ছিটানো হয়েছে, তার প্রায় সবই নেওয়া হয়েছে ঢাকা কলেজ চত্বরের পুকুর থেকে।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলছিলেন, আগুন লাগার খবর আসে আজ শনিবার সাতসকালে। এরপর সবার আগে ঝাঁপিয়ে পড়েন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আরেক শিক্ষার্থী বলেন, ‘সাহ্রি খাওয়ার পর আমরা বিশ্রামে ছিলাম। হঠাৎ খবর এল মার্কেটে আগুন লেগেছে। এ খবর শুনে কেউ কি বসে থাকতে পারে? সবাই মিলে নেমে পড়লাম আগুন নেভাতে।’
রবি নামের এক ছাত্র বললেন, আগুনের খবর শুনে কোনো আবাসিক ছাত্র ঘরে বসে থাকেনি। সবাই ঝাঁপিয়ে পড়েছে। কিছু না কিছু করে সাহায্য করেছে।
শিক্ষার্থী আরাফাত বললেন, ‘আগুন নেভানো শুরু হতে না-হতেই ফায়ারের পানি ফুরিয়ে যায়। আমরা তখন ফায়ারকে বলি কলেজের ভেতরে পুকুর আছে। এরপর ফায়ারের কর্মীরা একে একে ১৫টি পাম্প বসিয়ে পানি তুলতে থাকে। পানির পাইপ যাতে গাড়ি পর্যন্ত যেতে কোনো সমস্যা না হয়, সে জন্য কলেজের সীমানা দেয়ালও ভেঙে ফেলা হয়।’
ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সাংবাদিকদের বলেন, ‘আমরা হলাম প্রতিবেশী। এমন বিপদের দিনে আমরা বসে থাকব কী করে। যা যা লাগে সবই করব। আমাদের সব ছেলে সাহায্য করবে।’
দিনভর ঢাকা কলেজের এই সহযোগিতায় কৃতজ্ঞ নিউমার্কেটের ব্যবসায়ীরা। হারুন নামের এক ব্যবসায়ী বললেন, ‘ওরা তো আমাদের প্রতিবেশী। ঝগড়াঝাঁটি যা-ই হোক, বিপদে তো তারাই আগে আসবে। ওরা যে আমাদের ভালো প্রতিবেশী, সেটা কিন্তু এবার প্রমাণ দিয়েছে। আশা করি এ বন্ধন অটুট থাকবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে