Ajker Patrika

ধামরাইয়ে গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থীর সাভারে মৃত্যু

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
ধামরাইয়ে গুলিবিদ্ধ কলেজ শিক্ষার্থীর সাভারে মৃত্যু

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হয়ে এনাম মেডিকেলে চিকিৎসাধীন ছিল কলেজপড়ুয়া আফিকুল ইসলাম সাদ। তিন দিন পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে সে। 

আজ মাগরিব নামাজের পর দড়গ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা শফিকুল ইসলাম। 

আফিকুল (১৭) সাদ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম গ্রামের শফিকুল ইসলামের বড় ছেলে। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহতের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে সাদ বড়। ও লেখাপড়া করে ডাক্তার হবে সেই আশায় ভালো কলেজে ভর্তি করেছিলাম। কিন্তু আমার সব আশা শেষ হয়ে গেল। গত ৫ আগস্ট ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সাদ। পরে তাকে এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭টার দিকে না ফেরার দেশে চলে যায়।’ 
 
সাদের মরদেহ প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, পরে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে, এরপর ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ও সবশেষ তার নিজ গ্রাম মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রামে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা করে দাফন সম্পন্ন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত