অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

দীর্ঘ ১৫ বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার বেলা ৩টা ৫৫ মিনিটে তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতনিসহ এসে ভোট দেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান।
তিনি জানান, ভোট গ্রহণ শেষ হওয়ার ৫ মিনিট আগে সাবেক রাষ্ট্রপতি তাঁর দুই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তারেক কামালসহ তাঁর স্বজনেরা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করেন।
সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছিলেন আবদুল হামিদ। ওই নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০১৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতির শপথ নেন তিনি। দুই মেয়াদে দীর্ঘ ১০ বছরের বেশি সময় দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে তিনি ভোট দিতে পারেননি। গত বছর এপ্রিলে বিদায় নেন তিনি।
এদিকে ২০১৩ সালে তিনি স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসন শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনসহ তিনবার সংসদ সদস্য হন তাঁর বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। রেজওয়ান এবারও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করেছেন।

দীর্ঘ ১৫ বছর পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার বেলা ৩টা ৫৫ মিনিটে তাঁর পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই নাতনিসহ এসে ভোট দেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান।
তিনি জানান, ভোট গ্রহণ শেষ হওয়ার ৫ মিনিট আগে সাবেক রাষ্ট্রপতি তাঁর দুই নাতনিকে নিয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান তারেক কামালসহ তাঁর স্বজনেরা ভোটকেন্দ্রের বাইরে অবস্থান করেন।
সবশেষ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র এসে ভোট দিয়েছিলেন আবদুল হামিদ। ওই নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
২০১৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন আবদুল হামিদ। ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতির শপথ নেন তিনি। দুই মেয়াদে দীর্ঘ ১০ বছরের বেশি সময় দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালনকালে তিনি ভোট দিতে পারেননি। গত বছর এপ্রিলে বিদায় নেন তিনি।
এদিকে ২০১৩ সালে তিনি স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হলে এই আসন শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনসহ তিনবার সংসদ সদস্য হন তাঁর বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক। রেজওয়ান এবারও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করেছেন।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
৩ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে