নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আজ আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রধান নির্বাহী বরাবর চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।
আইসিসিকে চিঠি পাঠানোর বিষয়টি নিয়ে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা আরও পরিষ্কার করে আমাদের সিকিউরিটি কনসার্নের এরিয়াগুলো তাদের জানিয়েছি। এখন ওদের কাছ থেকে আমরা উত্তর আশা করছি। ওরা তো একটা নিয়মের মধ্যে চলে। নিয়মের মধ্যেই ওরা দেখবে। আমাদের অনুরোধ, আবেদন ন্যায্য বা আইনসংগত। আশা করি, সে অনুযায়ী তারা তাদের পদক্ষেপ নেবে।’
বাংলাদেশ-ভারতের শীতল কূটনৈতিক সম্পর্কের এই সময়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি ভারতে দল না পাঠাতে অনড় অবস্থান নিয়েছে। আজ আরেক খবর, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এ ঘটনার পাল্টা হিসেবে ভারতও যদি নতুন কোনো ঘোষণা দেয়, তাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে যাবে।
বিসিবির পাঠানো চিঠিতে শুধু দল বা খেলোয়াড়দের নিরাপত্তার কথা বলা হয়নি, সেখানে বাংলাদেশ থেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড কেন পৃথিবীর যেকোনো আয়োজকের পক্ষে বড় কোনো টুর্নামেন্ট দেখার উদ্দেশে আসা সফরকারী প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন ও জটিল একটি বিষয়। সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি এই জটিলতা কিংবা দায়বদ্ধতা থেকে নিজেদের মুক্ত রাখতে হাইব্রিড মডেলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ দিয়ে দিতে পারে। সেটি হলে ভারতীয় সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে, তাদের ক্ষমতাসীন দলের ‘পরাজয়’ হিসেবে দেখাতে পারে বিরোধীরা। এ ক্ষেত্রে জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি বিসিবির সিদ্ধান্ত মেনে নেওয়ার আগে যথেষ্ট চিন্তাভাবনাই করবে কিংবা প্রত্যাখ্যান করাও অস্বাভাবিক নয়।
তবে সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, বিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারত আরও চিন্তাভাবনা করে। আজ তিনি জিয়া আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত নিতাম ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে, বিষয়টি একটু ক্রিটিক্যাল। হঠাৎ করে একটা মন্তব্য করা নয়। সবাইকে একসঙ্গে মিলে অনেক সময় সংলাপের মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে—সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতাম।’

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আজ আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রধান নির্বাহী বরাবর চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।
আইসিসিকে চিঠি পাঠানোর বিষয়টি নিয়ে আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেছেন, ‘আমরা আরও পরিষ্কার করে আমাদের সিকিউরিটি কনসার্নের এরিয়াগুলো তাদের জানিয়েছি। এখন ওদের কাছ থেকে আমরা উত্তর আশা করছি। ওরা তো একটা নিয়মের মধ্যে চলে। নিয়মের মধ্যেই ওরা দেখবে। আমাদের অনুরোধ, আবেদন ন্যায্য বা আইনসংগত। আশা করি, সে অনুযায়ী তারা তাদের পদক্ষেপ নেবে।’
বাংলাদেশ-ভারতের শীতল কূটনৈতিক সম্পর্কের এই সময়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি ভারতে দল না পাঠাতে অনড় অবস্থান নিয়েছে। আজ আরেক খবর, কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। এ ঘটনার পাল্টা হিসেবে ভারতও যদি নতুন কোনো ঘোষণা দেয়, তাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার বিষয়টি আরও অনিশ্চিত হয়ে যাবে।
বিসিবির পাঠানো চিঠিতে শুধু দল বা খেলোয়াড়দের নিরাপত্তার কথা বলা হয়নি, সেখানে বাংলাদেশ থেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড কেন পৃথিবীর যেকোনো আয়োজকের পক্ষে বড় কোনো টুর্নামেন্ট দেখার উদ্দেশে আসা সফরকারী প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা কঠিন ও জটিল একটি বিষয়। সে ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি এই জটিলতা কিংবা দায়বদ্ধতা থেকে নিজেদের মুক্ত রাখতে হাইব্রিড মডেলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ দিয়ে দিতে পারে। সেটি হলে ভারতীয় সরকারের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে, তাদের ক্ষমতাসীন দলের ‘পরাজয়’ হিসেবে দেখাতে পারে বিরোধীরা। এ ক্ষেত্রে জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি বিসিবির সিদ্ধান্ত মেনে নেওয়ার আগে যথেষ্ট চিন্তাভাবনাই করবে কিংবা প্রত্যাখ্যান করাও অস্বাভাবিক নয়।
তবে সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, বিসিবি নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারত আরও চিন্তাভাবনা করে। আজ তিনি জিয়া আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত নিতাম ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে, বিষয়টি একটু ক্রিটিক্যাল। হঠাৎ করে একটা মন্তব্য করা নয়। সবাইকে একসঙ্গে মিলে অনেক সময় সংলাপের মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে—সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতাম।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো কি ভারতেই হবে নাকি ভেন্যু বদলে শ্রীলঙ্কায় হবে—এই আলোচনায় এখন সরগরম দেশের ক্রিকেট। তামিম ইকবালের মতে বিসিবি ভেন্যু পরিবর্তনের যে দাবি জানাচ্ছে সেটা পরে বুমেরাং হয়ে ফিরতে পারে। তামিমের বক্তব্যের পর তাঁকে ‘ভারতীয় দালাল’ বলেছেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়া
২৯ মিনিট আগে
ক্রিকেটারদের যেন দম ফেলার ফুরসত নেই। দ্বিপক্ষীয় সিরিজ, আইসিসি ইভেন্ট তো রয়েছেই। বাড়তি যোগ হয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার মতে প্রত্যেক বছর আইসিসি ইভেন্ট আয়োজন করায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তার আভিজাত্য হারাচ্ছে।
১ ঘণ্টা আগে
জীবন কখনো কখনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ১৩ বছরের এক কিশোরী। আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে যার ঢাকায় পা রাখার কয়েক দিনের মধ্যে শুনতে হলো বাবা হারানোর খবর। শোক তাকে ছেয়ে গেছে ঠিকই, কিন্তু পাথরে পরিণত করতে পারেনি। বরং শোককে শক্তিতে রূপ দিয়ে মাতিয়েছে সবুজ গালিচা।
২ ঘণ্টা আগে
বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে থাকে হরহামেশাই। তবে মাঝেমধ্যে কীটপতঙ্গের উৎপাত, সূর্যের মাত্রাতিরিক্ত আলো—এসব অদ্ভুতুড়ে কারণেও ম্যাচ বাতিলের ঘটনা ঘটে। গত রাতে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতেও জোবার্গ সুপার কিংস-পার্ল রয়্যালসের ম্যাচও অদ্ভুত এক ঘটনায় পরিত্যক্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে