
রাজধানীর গুলিস্তানে থেমে থাকা বাসে বেপরোয়া আরেক বাস ধাক্কা দিলে সেখানে চাপা পড়ে এক নারী পথচারীর মৃত্যু ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটির চালক মো. বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পাচরুখী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩-এর একটি দল।
র্যাব-৩ জানায়, গ্রেপ্তার বাসচালক ড্রাইভিং লাইসেন্স থাকার দাবি করলেও তিনি তা দেখাতে পারেননি। এমনকি গাড়ি চালানোর ওপর কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না তাঁর।
মঙ্গলবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য জানান।
আরিফ মহিউদ্দিন বলেন, গতকাল সোমবার সকাল ১০টার দিকে হালিমা বেগম (৫০) গুলিস্তানে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেখানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী আনন্দ পরিবহন বাসকে ঢাকা-নরসিংদী চলাচলকারী মেঘালয় পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে ওভারটেক করছিল। এ সময় বাস দুটির মাঝে চাপা পড়েন হালিমা। ঘটনাস্থল থেকে পথচারীরা হালিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত হালিমা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আইন্টার এলাকার লাল মিয়ার স্ত্রী। ওই ঘটনায় বাসটির অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। পরে র্যাব-৩ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাচরুখী এলাকা থেকে মেঘালয় পরিবহনের ঘাতক বাসটির চালক বাদল মিয়াকে (৪৮) গ্রেপ্তার করে।
র্যাব-৩-এর অধিনায়ক জানান, গ্রেপ্তার চালক বাদলের ড্রাইভিং লাইসেন্স আছে বলে দাবি করলেও র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি। তাঁর ড্রাইভিংয়ের ওপর কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৭ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
৩২ মিনিট আগে