আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে আবু তাহের ওরফে খোঁকা (৭২) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামের কান্দার বিলে, একটি গভীর নলকূপ ঘর সংলগ্ন একটি গ্যাস পাইপে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আবু তাহের ওরফে খোকার বাড়ি কাঁঠাল বাড়ি শাহ পাড়া গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোঁকা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রোববার রাতে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি রাতের খাবার খান। এর পর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। আজ ভোরে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর গ্রামের মসজিদের মাইকে তাঁর নিখোঁজের খবরটি এলাকায় জানানো হয়।
সকাল ৭টার দিকে মোহাম্মদপুর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম মাঠের ধান দেখতে যান। এ সময় তিনি ওই গভীর নলকূপ ঘরের পাশে একটি গ্যাস পাইপের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খোকাকে দেখতে পান। এরপর তিনি গ্রামের লোকজনকে বিষয়টি জানান। পরে বেলা ১১টার দিকে খোকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
খোকার পুত্রবধূ ছাবেরা খাতুন বলেন, ‘আমার শ্বশুরের মানসিক সমস্যা ছিল। গতকাল রোববার রাত আটটার দিকে তিনি বাড়িতে রাতের খাবার খান। এর পর আমরা ঘুমিয়ে পড়ি। ভোরে বাড়িতে না দেখে সবাই মিলে তাঁকে খোঁজাখুঁজি শুরু করি। পরে তাঁর ঝুলন্ত লাশের খবর জানতে পারি।
এ নিয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানসহ ঘটনাস্থলে উপস্থিত হই।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি খোকার মানসিক সমস্যা ছিল। তাঁর লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

জয়পুরহাটের আক্কেলপুরে আবু তাহের ওরফে খোঁকা (৭২) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামের কান্দার বিলে, একটি গভীর নলকূপ ঘর সংলগ্ন একটি গ্যাস পাইপে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আবু তাহের ওরফে খোকার বাড়ি কাঁঠাল বাড়ি শাহ পাড়া গ্রামে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোঁকা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল রোববার রাতে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে তিনি রাতের খাবার খান। এর পর পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। আজ ভোরে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর গ্রামের মসজিদের মাইকে তাঁর নিখোঁজের খবরটি এলাকায় জানানো হয়।
সকাল ৭টার দিকে মোহাম্মদপুর গ্রামের কৃষক রাশেদুল ইসলাম মাঠের ধান দেখতে যান। এ সময় তিনি ওই গভীর নলকূপ ঘরের পাশে একটি গ্যাস পাইপের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খোকাকে দেখতে পান। এরপর তিনি গ্রামের লোকজনকে বিষয়টি জানান। পরে বেলা ১১টার দিকে খোকার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
খোকার পুত্রবধূ ছাবেরা খাতুন বলেন, ‘আমার শ্বশুরের মানসিক সমস্যা ছিল। গতকাল রোববার রাত আটটার দিকে তিনি বাড়িতে রাতের খাবার খান। এর পর আমরা ঘুমিয়ে পড়ি। ভোরে বাড়িতে না দেখে সবাই মিলে তাঁকে খোঁজাখুঁজি শুরু করি। পরে তাঁর ঝুলন্ত লাশের খবর জানতে পারি।
এ নিয়ে জানতে চাইলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে জয়পুরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানসহ ঘটনাস্থলে উপস্থিত হই।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পারি খোকার মানসিক সমস্যা ছিল। তাঁর লাশটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
৮ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
১৩ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের নারিকেলপাড়া। স্থানীয় শিশুদের একটু ভালো পরিবেশে পাঠদানের জন্য নারিকেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। এ জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
৩৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে