মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের দেশে ডেঙ্গু রোগ নতুন কিছু নয়। গত বছর ডেঙ্গু ছিল, আগের বছর তার চেয়ে বেশি ছিল। এ বছর ডেঙ্গু একটু বেশি দেখা দিয়েছে।’
শনিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়নের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খাদ্য সামগ্রী বিতরণ ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি গ্রামীণ অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা এশিয়া যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশে ডেঙ্গু রোগ বেড়েছে। বাংলাদেশের চেয়ে ওই সব দেশে ডেঙ্গু রোগ আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে প্রতিদিন গড়ে এক হাজার ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। এদের চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না। আমাদের দেশে দুই শ মানুষ ডেঙ্গু রোগে মারা গেছেন। আগামীতে বৃষ্টি না হলে দেশের ডেঙ্গু রোগ কমে যাওয়ার সম্ভাবনা নেই। তবে বাসা-বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু অনেকটা কমে যাবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি অ্যাম্বুলেন্স রোগীর জীবন বাঁচাতে অনেক ভূমিকা রাখে। সঠিক সময়ে রোগীকে হাসপাতালে নিয়ে গেলে রোগীর মৃত্যুর ঝুঁকির অনেক কমে যায়। গড়পাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে গ্রামীণ অ্যাম্বুলেন্স একটি যুগান্তকারী পদক্ষেপ। এই অ্যাম্বুলেন্সটি গ্রামের সকল রাস্তা দিয়ে চলতে পারবে। এই ধরনের অ্যাম্বুলেন্সের উদ্যোগ প্রতিটি ইউনিয়নে নিলে স্বাস্থ্য সেবার মান আরও বৃদ্ধি পাবে। এই উদ্যোগ সফল হলে সারা দেশের এই ধরনের প্রকল্প গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, ‘করোনা ও বন্যার সময় সারা দেশের বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা একটি মানুষের পাশে দাঁড়ায়নি। তারা শুধু মুখে বড় বড় কথা বলেতে পারেন। সরকারের সমালোচনা করতে পারেন। ইউক্রেন-রাশিযা যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্রে এখন একটা দুর্যোগ চলছে। বাংলাদেশে কিছুটা প্রভাব পড়েছে। এই সুযোগে বিএনপি জামায়াত নেতারা নানা মিথ্যা প্রচারণা চালিয়ে আওয়ামী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। কিন্তু জনগণ ভালো করে জানেন জনগণের প্রকৃত বন্ধু কে! এই দেশ কারা স্বাধীন করেছে কারা দেশের উন্নয়ন করছে। তাই জনগণকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। দেশের উন্নয়ন চলমান রাখতে আগামীতে নৌকায় ভোট দিতে হবে। বিএনপি জামায়াতের চক্রান্তের জালে মানুষ আর পা দেবে না।’
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম পিপি, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনসহ প্রমুখ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমাদের দেশে ডেঙ্গু রোগ নতুন কিছু নয়। গত বছর ডেঙ্গু ছিল, আগের বছর তার চেয়ে বেশি ছিল। এ বছর ডেঙ্গু একটু বেশি দেখা দিয়েছে।’
শনিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা গড়পাড়া ইউনিয়নের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খাদ্য সামগ্রী বিতরণ ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে একটি গ্রামীণ অ্যাম্বুলেন্স উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সারা এশিয়া যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশে ডেঙ্গু রোগ বেড়েছে। বাংলাদেশের চেয়ে ওই সব দেশে ডেঙ্গু রোগ আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে প্রতিদিন গড়ে এক হাজার ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। এদের চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না। আমাদের দেশে দুই শ মানুষ ডেঙ্গু রোগে মারা গেছেন। আগামীতে বৃষ্টি না হলে দেশের ডেঙ্গু রোগ কমে যাওয়ার সম্ভাবনা নেই। তবে বাসা-বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু অনেকটা কমে যাবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘একটি অ্যাম্বুলেন্স রোগীর জীবন বাঁচাতে অনেক ভূমিকা রাখে। সঠিক সময়ে রোগীকে হাসপাতালে নিয়ে গেলে রোগীর মৃত্যুর ঝুঁকির অনেক কমে যায়। গড়পাড়া ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে সাড়ে সাত লাখ টাকা ব্যয়ে গ্রামীণ অ্যাম্বুলেন্স একটি যুগান্তকারী পদক্ষেপ। এই অ্যাম্বুলেন্সটি গ্রামের সকল রাস্তা দিয়ে চলতে পারবে। এই ধরনের অ্যাম্বুলেন্সের উদ্যোগ প্রতিটি ইউনিয়নে নিলে স্বাস্থ্য সেবার মান আরও বৃদ্ধি পাবে। এই উদ্যোগ সফল হলে সারা দেশের এই ধরনের প্রকল্প গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, ‘করোনা ও বন্যার সময় সারা দেশের বিএনপি জামায়াতের নেতা-কর্মীরা একটি মানুষের পাশে দাঁড়ায়নি। তারা শুধু মুখে বড় বড় কথা বলেতে পারেন। সরকারের সমালোচনা করতে পারেন। ইউক্রেন-রাশিযা যুদ্ধের প্রভাবে সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্রে এখন একটা দুর্যোগ চলছে। বাংলাদেশে কিছুটা প্রভাব পড়েছে। এই সুযোগে বিএনপি জামায়াত নেতারা নানা মিথ্যা প্রচারণা চালিয়ে আওয়ামী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। কিন্তু জনগণ ভালো করে জানেন জনগণের প্রকৃত বন্ধু কে! এই দেশ কারা স্বাধীন করেছে কারা দেশের উন্নয়ন করছে। তাই জনগণকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। দেশের উন্নয়ন চলমান রাখতে আগামীতে নৌকায় ভোট দিতে হবে। বিএনপি জামায়াতের চক্রান্তের জালে মানুষ আর পা দেবে না।’
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম পিপি, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিনসহ প্রমুখ।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং স্বতন্ত্র হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী এই ঘোষণা দেন।
২৩ মিনিট আগে
দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৩৬ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
২ ঘণ্টা আগে