কিশোরগঞ্জ প্রতিনিধি

বিভিন্ন জেলায় ভুয়া কোম্পানি খুলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন মো. জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (৪০) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার ওরফে ঝর্না (৩৫)। ১২টি প্রতারণা মামলায় দুই বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না তাদের। অবশেষে করিমগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তাঁরা। আজ মঙ্গলবার ভোরে ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও নারায়গঞ্জ জেলার ফতুল্লাহ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (৪০) করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা, নরসিংদী, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, শরীয়তপুর, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এ. বি. সি. মাল্টি ফুড প্রোডাক্ট লিমিটেড ও বিভিন্ন নাম দিয়ে প্রতারণা করে সাধারণ মানুষদের কাছ থেকে অনেক টাকা ও ধান-চাল হাতিয়ে নিতেন এই দম্পতি। কোম্পানি দেখিয়ে ভিন্ন ব্যবসা এবং দ্রব্য সরবরাহের প্রলোভন দেখিয়ে লোক জনের কাছ থেকে টাকা আদায় করতেন কিন্তু পরে সেই দ্রব্য সরবরাহ করতেন না।
এ কারণে আকাশের নামে ১১টি ও স্ত্রী জেসমিনের নামে একটি প্রতারণা মামলা হয়। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকে তাঁরা পালিয়ে ছিলেন। দুই বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে তাঁরা প্রতারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে একটি ভুয়া কোম্পানি খুলে তাঁরা প্রতারণা করছিল। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ‘আসামি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার এড়ানোর জন্য করিমগঞ্জের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তথ্য প্রযুক্তির সাহায্যে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে তাঁদের কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।’

বিভিন্ন জেলায় ভুয়া কোম্পানি খুলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন মো. জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (৪০) ও তাঁর স্ত্রী জেসমিন আক্তার ওরফে ঝর্না (৩৫)। ১২টি প্রতারণা মামলায় দুই বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না তাদের। অবশেষে করিমগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তাঁরা। আজ মঙ্গলবার ভোরে ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও নারায়গঞ্জ জেলার ফতুল্লাহ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার মো. জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (৪০) করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা, নরসিংদী, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, শরীয়তপুর, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এ. বি. সি. মাল্টি ফুড প্রোডাক্ট লিমিটেড ও বিভিন্ন নাম দিয়ে প্রতারণা করে সাধারণ মানুষদের কাছ থেকে অনেক টাকা ও ধান-চাল হাতিয়ে নিতেন এই দম্পতি। কোম্পানি দেখিয়ে ভিন্ন ব্যবসা এবং দ্রব্য সরবরাহের প্রলোভন দেখিয়ে লোক জনের কাছ থেকে টাকা আদায় করতেন কিন্তু পরে সেই দ্রব্য সরবরাহ করতেন না।
এ কারণে আকাশের নামে ১১টি ও স্ত্রী জেসমিনের নামে একটি প্রতারণা মামলা হয়। আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকে তাঁরা পালিয়ে ছিলেন। দুই বছর ধরে ধরাছোঁয়ার বাইরে থেকে তাঁরা প্রতারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন।
সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে একটি ভুয়া কোম্পানি খুলে তাঁরা প্রতারণা করছিল। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, ‘আসামি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার এড়ানোর জন্য করিমগঞ্জের আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তথ্য প্রযুক্তির সাহায্যে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে তাঁদের কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে