নারায়ণগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের সাতজন শ্রমিক হত্যার ঘটনায় বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব ধরনের পণ্যবাহী নৌযান শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। শীতলক্ষ্যার তীরে জাহাজ নোঙর করে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সাতজন শ্রমিক হত্যার বিচার, ক্ষতিপূরণ, নৌপথে ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।
বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার বলেন, ‘আকাশ মণ্ডল ওরফে ইরফান কর্তৃক সারবোঝাই পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজের আটজন স্টাফকে যেভাবে কোপানো হয়েছে এবং বিশাল একটি জাহাজ একাই চালিয়েছেন বলে দাবি করা হয়েছে, তাতে মনে হয় এটা তাঁর একার কাজ হতে পারে না। আমরা এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনসহ এর সঙ্গে আর করা জড়িত, তা বের করার দাবি করছি।’

সবুজ শিকদার মাস্টার আরও বলেন, ‘আমরা সারা দেশে হাজার হাজার পণ্যবাহী নৌযান ও কয়েক লাখ শ্রমিকের নিরাপত্তাও দাবি করছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণও দাবি করছি। নৌপথের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে। সকল শ্রমিককে গেজেট অনুযায়ী বকেয়া বেতন ও পাওনা পরিশোধ করতে হবে।’
বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্পাদক বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে। আগামীকালের মধ্যে প্রকৃত দোষীরা গ্রেপ্তার না হলে লঞ্চ শ্রমিকেরাও এই কর্মবিরতিতে যুক্ত হবে।’
এদিকে শ্রমিকেরা বলেন, ওই ঘটনার পর চাঁদপুর নৌপথে সব ধরনের নৌ শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের সাতজন শ্রমিক হত্যার ঘটনায় বিচারসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব ধরনের পণ্যবাহী নৌযান শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। শীতলক্ষ্যার তীরে জাহাজ নোঙর করে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সাতজন শ্রমিক হত্যার বিচার, ক্ষতিপূরণ, নৌপথে ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।
বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার বলেন, ‘আকাশ মণ্ডল ওরফে ইরফান কর্তৃক সারবোঝাই পণ্যবাহী এমভি আল বাখেরা জাহাজের আটজন স্টাফকে যেভাবে কোপানো হয়েছে এবং বিশাল একটি জাহাজ একাই চালিয়েছেন বলে দাবি করা হয়েছে, তাতে মনে হয় এটা তাঁর একার কাজ হতে পারে না। আমরা এ ঘটনার প্রকৃত রহস্য উন্মোচনসহ এর সঙ্গে আর করা জড়িত, তা বের করার দাবি করছি।’

সবুজ শিকদার মাস্টার আরও বলেন, ‘আমরা সারা দেশে হাজার হাজার পণ্যবাহী নৌযান ও কয়েক লাখ শ্রমিকের নিরাপত্তাও দাবি করছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণও দাবি করছি। নৌপথের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে। সকল শ্রমিককে গেজেট অনুযায়ী বকেয়া বেতন ও পাওনা পরিশোধ করতে হবে।’
বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সম্পাদক বলেন, ‘আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে। আগামীকালের মধ্যে প্রকৃত দোষীরা গ্রেপ্তার না হলে লঞ্চ শ্রমিকেরাও এই কর্মবিরতিতে যুক্ত হবে।’
এদিকে শ্রমিকেরা বলেন, ওই ঘটনার পর চাঁদপুর নৌপথে সব ধরনের নৌ শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৫ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে