
মুন্সিগঞ্জ সদরে মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে ড্রেজারের শ্রমিকদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। এ সময় একটি ড্রেজারে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামসংলগ্ন মেঘনা নদীতে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে মো. মোস্তফা (৫৫) নামের একজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইজারা দেওয়া বালুমহালের নির্ধারিত সীমা লঙ্ঘন করে ড্রেজারের শ্রমিকেরা গ্রামসংলগ্ন নদীর অংশ থেকে বালু উত্তোলন করছেন। এতে তীরবর্তী বসতভিটা ও ফসলি জমিতে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। তাই ক্ষুব্ধ গ্রামবাসী সকালে বালু উত্তোলনকাজে বাধা দিতে গেলে সংঘর্ষ বেধে যায়।
চর আব্দুল্লাহ গ্রামের বাসিন্দা মো. নুরে আলম সাগর বলেন, ‘বালুমহালটির ইজারা হয়েছে ভাসানচর মৌজায়। অথচ তারা এসে চর আব্দুল্লাহ মৌজায় জমির কাছ থেকে বালু উত্তোলন করছে। এখানে আমাদের প্রায় চার একর জমি রয়েছে। জমি ও বসতভিটা রক্ষায় গ্রামবাসী বাধা দিয়েছে।’
জানতে চাইলে বালুমহালের ইজারাদার মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির বলেন, ‘আমরা তিন দিন আগে বালু উত্তোলন শুরু করি এবং প্রশাসনের নির্ধারিত সীমানার মধ্যে কাজ করছি। হঠাৎ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মদদে কিছু লোক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের শ্রমিকদের ওপর হামলা চালায় ও ড্রেজারে আগুন দেয়।’
এ বিষয়ে চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজারে হামলা চালিয়েছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। একটি ড্রেজারে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে। তবে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪১ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে