
পদ্মা নদীর পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়ার অষ্টম দিনে ফেরি রজনীগন্ধার কিছু অংশ পানিতে ভাসিয়েছে শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আজ বুধবার সন্ধ্যার দিকে নদীর তলদেশে থেকে ফেরিটির এই অংশ ভাসিয়ে তোলা হয়। একই সময় নদীতে নিমজ্জিত আরও একটি ট্রাক উদ্ধার করা হয়।
উদ্ধারকাজে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর একটি সার্ভে জাহাজসহ রুস্তম, হামজা ও প্রত্যয় নামক শক্তিশালী তিনটি জাহাজ।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এ পর্যন্ত পদ্মায় নিমজ্জিত আটটি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয়েছি। বাকি একটি ট্রাক শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার মাধ্যমে ট্রাকটি দ্রুত উদ্ধার করা হবে।’
এর আগে গত বুধবার (১৭ জানুয়ারি) সকালে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে নয়টি যানবাহনসহ ইউটিলিটি ফেরি রজনীগন্ধা নদীতে ডুবে যায়। দুর্ঘটনার ৬ষ্ঠ দিনে পদ্মায় ভাসমান অবস্থায় ফেরির ইঞ্জিনচালকের লাশ উদ্ধার হয়।
আজ বুধবার অষ্টম দিনে একটি ট্রাকসহ মোট আটটি ট্রাক উদ্ধার হয়েছে। বাকি আরও একটি ট্রাক উদ্ধার করা সম্ভব হয়নি। তবে নদীর তলদেশে থাকা ট্রাকটি শনাক্ত করেছে সার্ভে জাহাজ ঝিনাই-১। আগামীকাল যেকোনো সময় ট্রাকটি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
উদ্ধার ইউনিট প্রধান ও বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুস সালাম বলেন, ‘নিমজ্জিত ফেরিটি তীব্র স্রোতে নদীর তলদেশে উল্টে ছিল। ফলে ফেরিতে পলি জমে ওজন আরও বেড়ে যায়। ২৪০ টন ওজনের ফেরি ৩০০ টন ছাড়িয়ে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম দিয়ে ৮০ থেকে ৯০ টন ভারোত্তোলন সম্ভব।’
তিনি বলেন, ‘গত শুক্রবার উদ্ধারকাজে যুক্ত হয় সংস্থার শক্তিশালী উদ্ধার জাহাজ প্রত্যয়। প্রত্যয়ের ভারোত্তোলন সক্ষমতা ২৫০ টন এতেও উদ্ধারকাজ ব্যাহত হতে থাকে। নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ যৌথভাবে কাজে অংশ নিয়ে আজ বুধবার সন্ধ্যায় ফেরিটি সোজা অবস্থায় ভাসানোর চেষ্টা করে। তবে ফেরির তলায় ফাটল থাকায় এখনো তা পরিপূর্ণভাবে সম্ভব হয়নি।’
বাংলাদেশ নৌবাহিনী ডুবুরি দলের প্রধান লেফটেন্যান্ট শাহ পরান ইমন বলেন, ‘নদীতে প্রবল স্রোত, কুয়াশা ও কনকনে শীতে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। বিভিন্ন উদ্ধার সরঞ্জাম ও প্রচেষ্টার মাধ্যমে ডুবন্ত ফেরিটি কিছুটা ভাসানো সম্ভব হয়েছে।’

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৪ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪৩ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে