Ajker Patrika

ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রি করছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৪: ০৮
ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রি করছে ছাত্রলীগ

দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রি করছে বাংলাদেশ ছাত্রলীগ। কৃষকের কাছ থেকে সরাসরি এনে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। 

আজ বুধবার সকালে রাজধানীর পলাশী মোড়ে বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে শাকসবজি বিক্রি করতে দেখা গেছে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তা কিনছেন। 

রাজধানীর লালবাগের বাসিন্দা কেরামত আলী বলেন, ‘বাজারমূল্যের চেয়ে অনেক কমে পাচ্ছি। এ কারণে এখান থেকে কিছু শাকসবজি কিনে নিলাম।’ 

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইউনুস আজকের পত্রিকাকে জানান, সারা দেশে সহস্রাধিক বুথের মাধ্যমে তাঁরা ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রি শুরু করেছেন। দ্রব্যমূল্য না কমা পর্যন্ত তাঁদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। 

তিনি আরও জানান, প্রতি কেজি টমেটো ৫০ টাকা, বেগুন ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮৮ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, বাঁধাকপি ৩৩ টাকা, সিম প্রতি কেজি ৩৬ টাকা, করলা ৪০ টাকা, পুঁইশাকের আঁটি ১০ টাকা এবং পালং শাক ৮ টাকা আটি বিক্রি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত