নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় আগে থেকেই কারাগারে আছেন।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আজকের পত্রিকাকে জানান, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেছেন। আজ চিন্ময়ের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁকে আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে তাঁকে সংযুক্ত করা হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, চিন্ময়ের বিচার কার্যক্রম ঘিরে সহিংসতার জেরে কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে খুনের একটি এবং পুলিশের কাজে বাধাদান ও আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা আছে। হত্যা মামলার শুনানি আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বাকি তিনটির শুনানি আগামীকাল মঙ্গলবার একইভাবে অনুষ্ঠিত হবে।
ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময়কে গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক হাঙ্গামা সৃষ্টি করেন চিন্ময়ের অনুসারীরা। তাঁকে বহনকারী প্রিজন ভ্যান প্রায় তিন ঘণ্টা আদালত এলাকায় আটকে রাখেন তাঁরা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ অবস্থায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা নগরীর লালদীঘির পাড় থেকে কোতোয়ালি এলাকায় ছড়িয়ে পড়ে।
সংঘর্ষকালে আইনজীবী আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
চিন্ময় কৃষ্ণ দাস পাঁচ মাস ধরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
গত ৩০ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান খান ও মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময়ের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় আগে থেকেই কারাগারে আছেন।
আদালতের সহকারী সরকারি কৌঁসুলি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আজকের পত্রিকাকে জানান, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেছেন। আজ চিন্ময়ের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাঁকে আদালতে হাজির করা হয়নি। ভার্চুয়াল শুনানিতে জেলখানা থেকে তাঁকে সংযুক্ত করা হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, চিন্ময়ের বিচার কার্যক্রম ঘিরে সহিংসতার জেরে কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে খুনের একটি এবং পুলিশের কাজে বাধাদান ও আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা আছে। হত্যা মামলার শুনানি আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। বাকি তিনটির শুনানি আগামীকাল মঙ্গলবার একইভাবে অনুষ্ঠিত হবে।
ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময়কে গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ব্যাপক হাঙ্গামা সৃষ্টি করেন চিন্ময়ের অনুসারীরা। তাঁকে বহনকারী প্রিজন ভ্যান প্রায় তিন ঘণ্টা আদালত এলাকায় আটকে রাখেন তাঁরা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ অবস্থায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা নগরীর লালদীঘির পাড় থেকে কোতোয়ালি এলাকায় ছড়িয়ে পড়ে।
সংঘর্ষকালে আইনজীবী আলিফকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
চিন্ময় কৃষ্ণ দাস পাঁচ মাস ধরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
গত ৩০ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান খান ও মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময়ের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ আদালত সেদিনই হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১১ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে