নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক বৃহস্পতিবার (২৯ মে) এ রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
আসামিদের মধ্যে ভিকটিমের স্বামী মোহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ডও দেন বিচারক।
অপর আসামি হাবিবুর রহমান, মো. নাসির ও জাকির হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন বিভাগীয় বিচারক মোহাম্মদ জাহিদুল হক।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, আসামিরা বাঁশখালীর বামেরছড়া এলাকার বাসিন্দা। ২০০৩ সালের ১৮ মার্চ যৌতুকের টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ কমরু আকতার খুন হন। ওই দিন তাঁকে হত্যা করে লাশ জঙ্গলে গুম করে রাখে তার স্বামীসহ অন্যরা। এ ঘটনার পর ২০০৩ সালের ২৭ মার্চ ভিকটিমের গলিত লাশ উদ্ধার করার পর এ নিয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই নুরুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিক। অবশ্য রায় প্রদানকালে আসামি হাবিবুল্লাহ পলাতক ছিলেন।
এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে উল্লিখিত সাজা ও জরিমানা করা হয়।

চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক বৃহস্পতিবার (২৯ মে) এ রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
আসামিদের মধ্যে ভিকটিমের স্বামী মোহাম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ডও দেন বিচারক।
অপর আসামি হাবিবুর রহমান, মো. নাসির ও জাকির হোসেনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন বিভাগীয় বিচারক মোহাম্মদ জাহিদুল হক।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, আসামিরা বাঁশখালীর বামেরছড়া এলাকার বাসিন্দা। ২০০৩ সালের ১৮ মার্চ যৌতুকের টাকা নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ কমরু আকতার খুন হন। ওই দিন তাঁকে হত্যা করে লাশ জঙ্গলে গুম করে রাখে তার স্বামীসহ অন্যরা। এ ঘটনার পর ২০০৩ সালের ২৭ মার্চ ভিকটিমের গলিত লাশ উদ্ধার করার পর এ নিয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই নুরুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিক। অবশ্য রায় প্রদানকালে আসামি হাবিবুল্লাহ পলাতক ছিলেন।
এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে উল্লিখিত সাজা ও জরিমানা করা হয়।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩৫ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে