মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলে গাড়ি ভাঙচুর ও মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত করার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাদী হয়ে মামলা করেছেন। ৬০ জন অজ্ঞাত ৪৪ জন এজাহার নামীয়সহ মোট ১০৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—থানা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক কাজী আবু বকর, জামায়াত মিরসরাই পৌরসভার সাবেক সভাপতি পিরজাদা কফিল উদ্দিন লতিফী ও মায়ানি ইউনিয়ন জামায়াত সভাপতি মো. সাহাবুদ্দিন। বুধবার সকালে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে মিরসরাই থানার সুফিয়ারোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলাউদ্দিন সিকদারের নেতৃত্বে অধিকাংশ মাথায় টুপি, মুখে মাস্ক পড়ে কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াতসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলকরে। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ গানসহ সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক গান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত ও গাড়ি ভাঙচুর করে অরাজকতা পরিবেশ সৃষ্টি করে।
মামলার তদন্ত কর্মকর্তা আবদুল বাতেন জানান, জামায়াতের মিছিল পুলিশ যাওয়ার আগে শেষ হয়ে যায়। আমরা গিয়ে কাউকে ঘটনাস্থলে পাইনি। সড়কে কোনো গাড়িও ছিল না, যানজটও ছিল না।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় মিরসরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ বাদীর অভিযোগ তদন্ত করছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলে গাড়ি ভাঙচুর ও মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত করার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার ৯ নম্বর মিরসরাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ বাদী হয়ে মামলা করেছেন। ৬০ জন অজ্ঞাত ৪৪ জন এজাহার নামীয়সহ মোট ১০৪ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—থানা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক কাজী আবু বকর, জামায়াত মিরসরাই পৌরসভার সাবেক সভাপতি পিরজাদা কফিল উদ্দিন লতিফী ও মায়ানি ইউনিয়ন জামায়াত সভাপতি মো. সাহাবুদ্দিন। বুধবার সকালে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সকালে মিরসরাই থানার সুফিয়ারোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন ও নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আলাউদ্দিন সিকদারের নেতৃত্বে অধিকাংশ মাথায় টুপি, মুখে মাস্ক পড়ে কেয়ার টেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াতসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-উলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিলকরে। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ গানসহ সরকার বিরোধী বিভিন্ন উসকানিমূলক গান দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত ও গাড়ি ভাঙচুর করে অরাজকতা পরিবেশ সৃষ্টি করে।
মামলার তদন্ত কর্মকর্তা আবদুল বাতেন জানান, জামায়াতের মিছিল পুলিশ যাওয়ার আগে শেষ হয়ে যায়। আমরা গিয়ে কাউকে ঘটনাস্থলে পাইনি। সড়কে কোনো গাড়িও ছিল না, যানজটও ছিল না।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, এ ঘটনায় মিরসরাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ বাদীর অভিযোগ তদন্ত করছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে