সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. তাওসিফ হোসেন রাহি (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে চরবাটা ইউনিয়নের চরবাটা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাতে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহির মৃত্যু হয়। এ ঘটনায় জামসেদ ও ইমন নামের অপর দুজন আহত হয়। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
তাওসিফ হোসেন রাহি চরবাটা ইউনিয়নের চরবাটা আইডিয়াল মডেল দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। সে চরবাটা গ্রামের তালতলী এলাকার হাফেজ দিদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাবার মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ তালতলী থেকে স্থানীয় চরবাটা বাজারের পাশে এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল তাওসিফ। চরবাটা বাজারের কাছে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে ধাক্কা দিয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী তিনজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে রাহি মারা যায়। অপর দুজন সেখানে চিকিৎসাধীন রয়েছে।
নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আনোয়ারুল আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় রাহির মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। হাসপাতালের বেডে আনার পরে সে মারা যায়।
চরজব্বার থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. তাওসিফ হোসেন রাহি (১৫) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে চরবাটা ইউনিয়নের চরবাটা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাতে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাহির মৃত্যু হয়। এ ঘটনায় জামসেদ ও ইমন নামের অপর দুজন আহত হয়। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
তাওসিফ হোসেন রাহি চরবাটা ইউনিয়নের চরবাটা আইডিয়াল মডেল দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিল। সে চরবাটা গ্রামের তালতলী এলাকার হাফেজ দিদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বাবার মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ তালতলী থেকে স্থানীয় চরবাটা বাজারের পাশে এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল তাওসিফ। চরবাটা বাজারের কাছে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশার পেছনে ধাক্কা দিয়ে সড়কের বাইরে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন মোটরসাইকেল আরোহী তিনজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে রাহি মারা যায়। অপর দুজন সেখানে চিকিৎসাধীন রয়েছে।
নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আনোয়ারুল আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় রাহির মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। হাসপাতালের বেডে আনার পরে সে মারা যায়।
চরজব্বার থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।

যশোর সরকারি এম এম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে