লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ডাম্পট্রাকের চাপায় আবুল কাশেম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের হাজীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে দুই ঘণ্টা বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত কৃষক আবুল কাশেম সদর উপজেলার শাকচরের মৃত বশির উল্যাহ সদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কৃষক আবুল কাশেম বাড়ি থেকে হাজীরহাট বাজারে আসছিলেন। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন। উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের হাজীরহাট বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। এতে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া ট্রাকটি ভাঙচুর করে জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, এ ঘটনার দুই দিন আগে একই সড়কে ট্রাকের চাপায় হোসনেয়ারা বেগম নামে এক নারী নিহত হন। এ সময় তাঁর শিশুসন্তান আশিক গুরুতর আহত হয়।
এলাকাবাসীর অভিযোগ, সড়কে বেপরোয়াভাবে চলাচল করছে শতাধিক ডাম্পট্রাক। এই ট্রাকগুলো প্রতিদিন বালু আনা-নেওয়া করছে। গত এক মাসে ডাম্পট্রাকের কারণে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু এসব দুর্ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত এসব যান চলাচল বন্ধ করার দাবি জানান তাঁরা।
লক্ষ্মীপুর সদর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়েছেন। তাঁকে ধরতে অভিযান চলছে।

লক্ষ্মীপুরে ডাম্পট্রাকের চাপায় আবুল কাশেম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের হাজীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে দুই ঘণ্টা বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত কৃষক আবুল কাশেম সদর উপজেলার শাকচরের মৃত বশির উল্যাহ সদ্দারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কৃষক আবুল কাশেম বাড়ি থেকে হাজীরহাট বাজারে আসছিলেন। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হন। উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের হাজীরহাট বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। একপর্যায়ে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে। এতে দুপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া ট্রাকটি ভাঙচুর করে জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, এ ঘটনার দুই দিন আগে একই সড়কে ট্রাকের চাপায় হোসনেয়ারা বেগম নামে এক নারী নিহত হন। এ সময় তাঁর শিশুসন্তান আশিক গুরুতর আহত হয়।
এলাকাবাসীর অভিযোগ, সড়কে বেপরোয়াভাবে চলাচল করছে শতাধিক ডাম্পট্রাক। এই ট্রাকগুলো প্রতিদিন বালু আনা-নেওয়া করছে। গত এক মাসে ডাম্পট্রাকের কারণে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু এসব দুর্ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত এসব যান চলাচল বন্ধ করার দাবি জানান তাঁরা।
লক্ষ্মীপুর সদর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল স্বাভাবিক। লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়েছেন। তাঁকে ধরতে অভিযান চলছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১৯ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে