Ajker Patrika

খাগড়াছড়িতে এক দিনে ১৬ অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ, জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি 
খাগড়াছড়ির মানিকছড়িতে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বন্ধ করে দেওয়া একটি অবৈধ ইটভাটা। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়ির মানিকছড়িতে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বন্ধ করে দেওয়া একটি অবৈধ ইটভাটা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে ১৬টি অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে এসব ইটভাটার মালিককে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বিভিন্ন উপজেলায় এই অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বন বিভাগের কর্মকর্তা ও থানা-পুলিশ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, অভিযানে খাগড়াছড়ি সদরে তিনটি, দীঘিনালা উপজেলায় দুটি, রামগড়ে পাঁচটি, মাটিরাঙায় পাঁচটি ও পানছড়ি উপজেলায় একটি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়। এ সময় ১৬টি ইটভাটার মালিককে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসব ইটভাটা গুঁড়িয়ে দেন এবং চুল্লি পানি ছিটিয়ে নিভিয়ে দেন।

খাগড়াছড়ি সদরের ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, সদরের দক্ষিণ গঞ্জপাড়া, কমলছড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়ির সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে খাগড়াছড়িতে আর ইটভাটা চালু করতে দেওয়া হবে না।

এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খাগড়াছড়ির ১৫টি ভাটার বন্ধ করে দেন এবং জরিমানা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত