Ajker Patrika

কোটা আন্দোলন: লক্ষ্মীপুরে কলেজছাত্র আটক, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৬: ০৮
কোটা আন্দোলন: লক্ষ্মীপুরে কলেজছাত্র আটক, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু

লক্ষ্মীপুরে সাইফ মোহাম্মদ আলী (২১) নামের এক কলেজছাত্রকে আটক করার পর হার্ট অ্যাটাকে তাঁর বাবা সামছুল আলম মামুনের (৫২) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর পৌরসভার কালু হাজী সড়কে এ ঘটনা ঘটে। পরে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে তাঁকে আদালতে তোলা হয়। আদালত বাবার জানাজায় অংশ নিতে আজ বিকেল ৫টা পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন।

সাইফ মোহাম্মদ আলী লক্ষ্মীপুর কফিল উদ্দিন ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সাইফ মোহাম্মদ আলীর আইনজীবী মহসিন কবির মুরাদ বলেন, সাইফ মোহাম্মদ আলীর বিরুদ্ধে কোনো মামলা ছিল না। মামলা বা ওয়ারেন্ট ছাড়াই তাঁকে বাসা থেকে আটক করা হয়। পরে কোটা আন্দোলন ইস্যুতে পুলিশের করা নাশকতা ও বিস্ফোরক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় তাঁর বাবা সামছুল আলম মামুন ছেলের বিরুদ্ধে কোনো মামলা ও ওয়ারেন্ট আছে কি না, পুলিশের কাছে জানতে যান। তবে পুলিশ কোনো জবাব না দিয়ে তাঁকে নিয়ে চলে যায়। এ সময় হার্ট অ্যাটাক করে ঘটনাস্থলেই মারা যান সামছুল আলম মামুন।

আইনজীবী মহসিন কবির মুরাদ আরও বলেন, পরে আদালতে সাইফ মোহাম্মদ আলীর জামিনের আবেদন করা হয়। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত জানাজায় অংশ নিতে জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মোহাম্মদ সামছুল আলমের জিম্মায় বিকেল ৫টা পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।

সাইফ মোহাম্মদ আলীর মা তাহমিনা আক্তার নাসরিন অভিযোগ করে বলেন, ‘সাইফ কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। পুলিশ জোর করে ছেলেকে ধরে নিয়ে যায়। এ সময় সাইফের বাবা আতঙ্কিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ছেলেকে অন্যায়ভাবে বিস্ফোরক ও নাশকতার মিথ্যা মামলা দেওয়া হয়েছে।’ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ছেলের মুক্তির দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের আরএমও ডা. মো. শাহজাহান বলেন, হার্ট অ্যাটাক করেই সামছুল আলম মামুনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিল মজুমদার ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘নাশকতা ও বিস্ফোরক মামলায় সাইফ মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবার মৃত্যুর বিষয়টি সকালে তিনি শুনেছেন। সাইফ ছাড়াও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতা ও নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত