Ajker Patrika

ছেলের মৃত্যুর খবরে ১ ঘণ্টা পর মারা গেলেন মা 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৯: ৪৫
ছেলের মৃত্যুর খবরে ১ ঘণ্টা পর মারা গেলেন মা 

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলে মারা যাওয়ার এক ঘণ্টা পর মারা গেলেন মা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান। এর এক ঘণ্টা পর মা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়ায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। তাঁরা হলেন ইদ্রিস মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৬৫) ও তাঁর ছেলে সাগর মিয়া (৩৮)।

মৃতের পরিবারের লোকজন জানান, সাগর মিয়ার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। গতকাল সকালে তাঁর হার্ট অ্যাটাক করলে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর সংবাদ শুনে সাগরের মা হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নিলে রাত ১০টার দিকে তিনিও মারা যান।

একই সঙ্গে মা-ছেলের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মাছিহাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন পাভেল বলেন, সাগর মিয়া পেশায় অটোরিকশাচালক। সাগরের মৃত্যুর সংবাদ শুনে তাঁর মাও মারা যান। ঘটনাটি হৃদয়বিদারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত