নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোরবানির পশুর সংকট তৈরি করে যাতে দাম বাড়াতে না পারে, সে জন্য বৈষম্যবিরোধী ও সিটিজেন ফোরামের (কমিউনিটি পুলিশ) সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ সোমবার সিএমপি কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে ‘নিরাপত্তা সমন্বয় সভায়’ এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় কোরবানির পশু, চামড়া বেচাকেনার নিরাপত্তাসহ মোট ১০ দফা সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
অন্যগুলো হলো—কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সব ধরনের চাঁদাবাজি ও খুনখারাবি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; কোনো ধরনের গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয়, সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো; পশু বহনকারী গাড়ি আটকে চাঁদাবাজি বন্ধ এবং পশুর হাটে পকেটমার, মলম পার্টি, গামছা পার্টি, ছিনতাইকারীদের তালিকা করে আগে থেকেই ব্যবস্থা নেওয়া।
মহানগর এলাকায় স্থায়ী ও অস্থায়ী পশু বাজারের ইজারাদার এবং পশু বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা। চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমোদিত গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তে মেশিন স্থাপন। পশুর বাজারকেন্দ্রিক ইজারাদারদের মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোন ব্যবহার নিশ্চিত করা।
সড়কে অনুমোদন ছাড়া পশুর বাজার বসতে না দেওয়া। পশুর বাজারের আশপাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট যেন কেউ সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ রাখা, কোনো এলাকায় সিন্ডিকেট তৈরি করে যাতে কোরবানির চামড়া কেনাবেচা না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।
এ ছাড়া পশুর হাটকেন্দ্রিক সার্বিক নিরাপত্তার জন্য নাগরিকদের নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) ০১৩২০–০৫৪০৮০ ও উপকমিশনার (বন্দর)-০১৩২০–০৫৪২০০ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান)-০১৩২০–০৫২৫১৫, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপরাধ ও অভিযান)-০১৩২০-০৫২৫১৫ ও সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে-০১৩২০-০৫৭৯৯৮ তথ্য দিতে বলা হয়েছে।
সভায় সিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি, র্যাব, জেলা প্রশাসন, চসিক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, ওয়াসা, বাংলাদেশ ব্যাংক ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোরবানির পশুর সংকট তৈরি করে যাতে দাম বাড়াতে না পারে, সে জন্য বৈষম্যবিরোধী ও সিটিজেন ফোরামের (কমিউনিটি পুলিশ) সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ সোমবার সিএমপি কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে ‘নিরাপত্তা সমন্বয় সভায়’ এই সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় কোরবানির পশু, চামড়া বেচাকেনার নিরাপত্তাসহ মোট ১০ দফা সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।
অন্যগুলো হলো—কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সব ধরনের চাঁদাবাজি ও খুনখারাবি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া; কোনো ধরনের গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয়, সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো; পশু বহনকারী গাড়ি আটকে চাঁদাবাজি বন্ধ এবং পশুর হাটে পকেটমার, মলম পার্টি, গামছা পার্টি, ছিনতাইকারীদের তালিকা করে আগে থেকেই ব্যবস্থা নেওয়া।
মহানগর এলাকায় স্থায়ী ও অস্থায়ী পশু বাজারের ইজারাদার এবং পশু বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা। চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমোদিত গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তে মেশিন স্থাপন। পশুর বাজারকেন্দ্রিক ইজারাদারদের মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোন ব্যবহার নিশ্চিত করা।
সড়কে অনুমোদন ছাড়া পশুর বাজার বসতে না দেওয়া। পশুর বাজারের আশপাশে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট যেন কেউ সৃষ্টি করতে না পারে, সেদিকে লক্ষ রাখা, কোনো এলাকায় সিন্ডিকেট তৈরি করে যাতে কোরবানির চামড়া কেনাবেচা না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।
এ ছাড়া পশুর হাটকেন্দ্রিক সার্বিক নিরাপত্তার জন্য নাগরিকদের নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) ০১৩২০–০৫৪০৮০ ও উপকমিশনার (বন্দর)-০১৩২০–০৫৪২০০ এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান)-০১৩২০–০৫২৫১৫, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপরাধ ও অভিযান)-০১৩২০-০৫২৫১৫ ও সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে-০১৩২০-০৫৭৯৯৮ তথ্য দিতে বলা হয়েছে।
সভায় সিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি, র্যাব, জেলা প্রশাসন, চসিক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, ওয়াসা, বাংলাদেশ ব্যাংক ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে