লক্ষ্মীপুর ও রামগঞ্জ প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও যুবলীগ। এ সময় আওয়ামী লীগ-যুবলীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিএনপি নেতাদের দাবি, আজ শনিবার বিকেলে বিএনপির অবস্থান কর্মসূচি ছিল। পরে একই সময় যুবলীগও শান্তি সমাবেশের ডাক দেয়। বিকেলে বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিতে উপজেলার সাতারপাড়া চৌরাস্তায় পৌঁছালে তাঁদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশ কয়েকটি ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে পৌর শহরের সাতারপাড়া চৌরাস্তায় বিএনপির অবস্থান কর্মসূচি চলছিল। একই স্থানে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়। যুবলীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করতে জড়ো হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা চালান। পরে পাল্টা হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা।
এ ঘটনায় বিএনপি নেতা আবদুর রহমান, কবির ভাট, আবদুর রহমান মিলন, শেখ কামরুল, নজরুল ইসলাম পিন্টুসহ উভয় পক্ষের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি নেতা মামুন আহম্মেদ ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ইমাম হোসেন বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রামগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে সাতারপাড়া এলাকা থেকে বাইপাস সড়কে অবস্থান নিতে বের হন। এর আগ থেকেই ওই এলাকায় লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। তাঁরা অতর্কিতভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশের ছত্রচ্ছায়ায় যুবলীগের নেতা-কর্মীরা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
রামগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ জানান, কেন্দ্র ঘোষিত যুবলীগের শান্তি সমাবেশ চলছিল। ওই স্থানে বিএনপির নেতা-কর্মীরা উসকানিমূলক বিভিন্ন স্লোগান দিচ্ছিল। পরে শান্তি সমাবেশের ওপর বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মী আহত হন। ভাঙচুর করা হয় ১০টি মোটরসাইকেল। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত শান্তি সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। যা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কোনো অবস্থাতেই মেনে নেবে না। শান্তি সমাবেশে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটটি ফাঁকা গুলি ছোড়া হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও যুবলীগ। এ সময় আওয়ামী লীগ-যুবলীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিএনপি নেতাদের দাবি, আজ শনিবার বিকেলে বিএনপির অবস্থান কর্মসূচি ছিল। পরে একই সময় যুবলীগও শান্তি সমাবেশের ডাক দেয়। বিকেলে বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নিতে উপজেলার সাতারপাড়া চৌরাস্তায় পৌঁছালে তাঁদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশ কয়েকটি ফাঁকাগুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে পৌর শহরের সাতারপাড়া চৌরাস্তায় বিএনপির অবস্থান কর্মসূচি চলছিল। একই স্থানে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশের ডাক দেওয়া হয়। যুবলীগের নেতা-কর্মীরা শান্তি সমাবেশ কর্মসূচি পালন করতে জড়ো হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলা চালান। পরে পাল্টা হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা।
এ ঘটনায় বিএনপি নেতা আবদুর রহমান, কবির ভাট, আবদুর রহমান মিলন, শেখ কামরুল, নজরুল ইসলাম পিন্টুসহ উভয় পক্ষের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি নেতা মামুন আহম্মেদ ও কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ইমাম হোসেন বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রামগঞ্জ উপজেলা বিএনপির নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে সাতারপাড়া এলাকা থেকে বাইপাস সড়কে অবস্থান নিতে বের হন। এর আগ থেকেই ওই এলাকায় লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। তাঁরা অতর্কিতভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশের ছত্রচ্ছায়ায় যুবলীগের নেতা-কর্মীরা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।
রামগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ জানান, কেন্দ্র ঘোষিত যুবলীগের শান্তি সমাবেশ চলছিল। ওই স্থানে বিএনপির নেতা-কর্মীরা উসকানিমূলক বিভিন্ন স্লোগান দিচ্ছিল। পরে শান্তি সমাবেশের ওপর বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মী আহত হন। ভাঙচুর করা হয় ১০টি মোটরসাইকেল। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, ‘আমাদের পূর্বনির্ধারিত শান্তি সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। যা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কোনো অবস্থাতেই মেনে নেবে না। শান্তি সমাবেশে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটটি ফাঁকা গুলি ছোড়া হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২০ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২৩ মিনিট আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৩ ঘণ্টা আগে