আখাউড়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৩ মে) দুপুরে পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। লুট করে পালানোর সময় স্থানীয় বাসিন্দাদের হাতে এক যুবক ও এক নারী আটক হন।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার সাইফুল ইসলাম শাহীন (২৪) এবং তাঁর স্ত্রী পরিচয় দেওয়া সুমাইয়া। তাঁরা আখাউড়ায় কলেজপাড়ায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে এক নারী পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। জুমার নামাজের জন্য ওই বাড়ির পুরুষেরা তখন মসজিদে ছিলেন। ঘরে কেবল গৃহবধূই ছিলেন। ওই নারী পানি চেয়ে ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন। ওই যুবক দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। তাঁর হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল। এরপর তাঁরা ঘরের স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করেন। গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে ধরে ফেলেন এবং পরে তাঁদের আখাউড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। আটকের সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা তাঁরা গৃহবধূকে ভয় দেখাতে ব্যবহার করেছিলেন বলে জানা গেছে।

বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, ‘জুমার নামাজে সবাই মসজিদে ছিলাম। এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে অপরাধীরা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। আমার স্ত্রী চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এসে তাদের আটক করে। কিছু মালামাল উদ্ধার হলেও এখনো অনেক কিছু পাওয়া যায়নি।’ আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৩ মে) দুপুরে পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। লুট করে পালানোর সময় স্থানীয় বাসিন্দাদের হাতে এক যুবক ও এক নারী আটক হন।
আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার সাইফুল ইসলাম শাহীন (২৪) এবং তাঁর স্ত্রী পরিচয় দেওয়া সুমাইয়া। তাঁরা আখাউড়ায় কলেজপাড়ায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে এক নারী পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। জুমার নামাজের জন্য ওই বাড়ির পুরুষেরা তখন মসজিদে ছিলেন। ঘরে কেবল গৃহবধূই ছিলেন। ওই নারী পানি চেয়ে ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন। ওই যুবক দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। তাঁর হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল। এরপর তাঁরা ঘরের স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করেন। গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে ধরে ফেলেন এবং পরে তাঁদের আখাউড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। আটকের সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা তাঁরা গৃহবধূকে ভয় দেখাতে ব্যবহার করেছিলেন বলে জানা গেছে।

বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, ‘জুমার নামাজে সবাই মসজিদে ছিলাম। এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে অপরাধীরা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। আমার স্ত্রী চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এসে তাদের আটক করে। কিছু মালামাল উদ্ধার হলেও এখনো অনেক কিছু পাওয়া যায়নি।’ আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধারের পর তাঁকে ছেড়ে দেওয়া ও মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে আট পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের নির্দেশে তাঁদের বরখাস্ত করা হয়।
৬ মিনিট আগে
রাজধানীর বসুন্ধরায় আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) হত্যার অভিযোগে মূল আসামি যোবায়ের হোসেন পাপ্পুকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব। বারিধারা এলাকা থেকে র্যাব-১ গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে বলে রাতে জানিয়েছেন ব্যাটালিয়নটির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল রোববার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাজারি গলিতে এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে পাঁচলাইশ থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।
২১ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
২৪ মিনিট আগে