নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জানমালের ক্ষতি কমাতে চট্টগ্রামে নিয়ন্ত্রণকক্ষ খোলার পাশাপাশি ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বুধবার চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা উপকমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর দামপাড়া কন্ট্রোল রুমের ০২৩-৩৩৩-৬৩০-৭৩৯ জরুরিসেবা নম্বরে ঘূর্ণিঝড়-সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন নগরবাসী। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানলে যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কাজ দ্রুত গতিতে করা যায়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকাতে হবে।
এ ছাড়া সভায় নগরীর ৪১টি ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত, কন্ট্রোল রুম, কাউন্সিলরদের নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ পর্যবেক্ষণের মাধ্যমে জরুরি যেকোনো পদক্ষেপ গ্রহণ। সচেতনতা তৈরি করতে প্রতিটি এলাকায় মাইকে প্রচার, আরবান মেডিকেল দল, আরবান ভলান্টিয়ার–উদ্ধারকর্মী প্রস্তুত রাখা, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় যানবাহন, বিদ্যুৎ সরবরাহ ও সড়কবাতি নির্বিঘ্ন রাখার প্রস্তুতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, মো. ইলিয়াছ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, রেড ক্রিসেন্টের সিটি সম্পাদক আব্দুল জব্বার, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন:

সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জানমালের ক্ষতি কমাতে চট্টগ্রামে নিয়ন্ত্রণকক্ষ খোলার পাশাপাশি ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বুধবার চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা উপকমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর দামপাড়া কন্ট্রোল রুমের ০২৩-৩৩৩-৬৩০-৭৩৯ জরুরিসেবা নম্বরে ঘূর্ণিঝড়-সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন নগরবাসী। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানলে যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কাজ দ্রুত গতিতে করা যায়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকাতে হবে।
এ ছাড়া সভায় নগরীর ৪১টি ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত, কন্ট্রোল রুম, কাউন্সিলরদের নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ পর্যবেক্ষণের মাধ্যমে জরুরি যেকোনো পদক্ষেপ গ্রহণ। সচেতনতা তৈরি করতে প্রতিটি এলাকায় মাইকে প্রচার, আরবান মেডিকেল দল, আরবান ভলান্টিয়ার–উদ্ধারকর্মী প্রস্তুত রাখা, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় যানবাহন, বিদ্যুৎ সরবরাহ ও সড়কবাতি নির্বিঘ্ন রাখার প্রস্তুতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, মো. ইলিয়াছ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, রেড ক্রিসেন্টের সিটি সম্পাদক আব্দুল জব্বার, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে