বুড়িচং ও কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর বাজারে অবস্থিত ফরিদ উদ্দিন ডাক্তার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাহবুবের ফলের দোকান ও আবু খায়েরের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল গ্যাস সিলিন্ডার, চুলা ও যন্ত্রাংশের দোকান, চাল-সার ও মুদি পণ্য, ফ্রিজ ও ইলেকট্রনিকস, সেলুন, হোমিওপ্যাথিক ও খেলনার দোকান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবু খায়ের ট্রেডার্স, মাসুদ স্টোর, সুমন স্টোর, মহসিন ট্রেডার্স ও হাসান ভূঁইয়া ইলেকট্রনিকস।
ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিটি দোকানে ৩ থেকে ১৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু মহসিন ট্রেডার্সেই পুড়ে গেছে ১৫০ বস্তা চাল ও সার।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘সারা দিন বিক্রি শেষে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি বাজারে আগুন। এসে দেখি দোকান বলতে কিছুই নেই। প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।’
স্থানীয় মুদি ব্যবসায়ী হারুন মিয়া বলেন, ‘আমার দোকানে চিনি, চাল, ডালসহ নানা পণ্য ছিল। সব পুড়ে গেছে। দুই ছেলেমেয়ের পড়াশোনা, সংসার চালানো—সবকিছু থমকে গেল।’
ইলেকট্রনিকস মেরামতের দোকানদার বলেন, ‘দোকানে কয়েকটি টিভি, ফ্যান ও ফ্রিজ ছিল মেরামতের জন্য রাখা। সবই পুড়ে ছাই। ক্রেতাদের কী জবাব দেব, বুঝতে পারছি না।’
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শওকত আলী বলেন, ‘১০ বছরের সাজানো দোকান মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। আমি সর্বস্ব হারিয়েছি।’
প্রতিবন্ধী ব্যবসায়ী সালাউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই দোকানেই আমার জীবিকা ছিল। এখন আর কিছুই নেই। সরকারের সহায়তা ছাড়া সামনে পথ নেই।’
বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘তিনটি ইউনিট নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতির প্রকৃত পরিমাণ পরে জানানো যাবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হবে এবং আর্থিক সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ও হতাশা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর বাজারে অবস্থিত ফরিদ উদ্দিন ডাক্তার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাহবুবের ফলের দোকান ও আবু খায়েরের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল গ্যাস সিলিন্ডার, চুলা ও যন্ত্রাংশের দোকান, চাল-সার ও মুদি পণ্য, ফ্রিজ ও ইলেকট্রনিকস, সেলুন, হোমিওপ্যাথিক ও খেলনার দোকান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবু খায়ের ট্রেডার্স, মাসুদ স্টোর, সুমন স্টোর, মহসিন ট্রেডার্স ও হাসান ভূঁইয়া ইলেকট্রনিকস।
ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতিটি দোকানে ৩ থেকে ১৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু মহসিন ট্রেডার্সেই পুড়ে গেছে ১৫০ বস্তা চাল ও সার।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফল ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ‘সারা দিন বিক্রি শেষে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি বাজারে আগুন। এসে দেখি দোকান বলতে কিছুই নেই। প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়ে গেছে।’
স্থানীয় মুদি ব্যবসায়ী হারুন মিয়া বলেন, ‘আমার দোকানে চিনি, চাল, ডালসহ নানা পণ্য ছিল। সব পুড়ে গেছে। দুই ছেলেমেয়ের পড়াশোনা, সংসার চালানো—সবকিছু থমকে গেল।’
ইলেকট্রনিকস মেরামতের দোকানদার বলেন, ‘দোকানে কয়েকটি টিভি, ফ্যান ও ফ্রিজ ছিল মেরামতের জন্য রাখা। সবই পুড়ে ছাই। ক্রেতাদের কী জবাব দেব, বুঝতে পারছি না।’
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শওকত আলী বলেন, ‘১০ বছরের সাজানো দোকান মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। আমি সর্বস্ব হারিয়েছি।’
প্রতিবন্ধী ব্যবসায়ী সালাউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই দোকানেই আমার জীবিকা ছিল। এখন আর কিছুই নেই। সরকারের সহায়তা ছাড়া সামনে পথ নেই।’
বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ‘তিনটি ইউনিট নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতির প্রকৃত পরিমাণ পরে জানানো যাবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হবে এবং আর্থিক সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ঘটনায় বাজারজুড়ে আতঙ্ক ও হতাশা বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর কার্যালয়ে এই ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেচর্যাপদের গানের পুনর্জাগরণের এক যুগপূর্তি উপলক্ষে শুরু হলো তিন দিনব্যাপী উৎসব। গতকাল বুধবার ভাবনগর ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি ফ্রান্সের লালনপন্থী সাধিকা ফকির দেবোরাহ জান্নাত।
৩ ঘণ্টা আগেরাজধানীর বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের পাশে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত পৌনে ১১টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
৪ ঘণ্টা আগেফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পরশুরাম উপজেলা।
৪ ঘণ্টা আগে