দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সাইফুল ইসলাম আরিফ (১৬) ৫৭ দিন চিকিৎসাধীন পর মারা গেছেন। আজ সোমবার ঢাকার সিএমএস হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এদিকে ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। কান্নায় ভেঙে পড়ছেন তাঁরা।
আরিফ দাগনভূঞা উপজেলার ১ নম্বর সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশলাপুর গ্রামের কৃষক আলতাফ হোসেনের ছেলে। নিহত সাইফুল ইসলাম আরিফের বাবা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিন মেয়ে এক ছেলের মধ্যে আরিফ সবার বড়। আরিফ দরবেশহাট ফাজিল মাদ্রাসার দাখিলে লেখাপড়া করত।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল চট্টগ্রামে চাচার বাড়িতে বেড়াতে যায়। গত ৪ আগস্ট চট্টগ্রামের সিআরবি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে মারধর ও গুলিবিদ্ধ হন সাইফুল। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১ মাস ১৫ দিন চিকিৎসার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
নিহতের চাচা আমজাদ হোসেন বলেন, পরিবারে চার সন্তানের মধ্যে সাইফুল বড় ছিল। সে মূলত চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়ে আন্দোলনে অংশ নেন। সেদিন তাকে আওয়ামী লীগের লোকজন বেধড়ক মারধর করে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
আরিফের বাবার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। এ সময় কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ঘরে বাতি দেওয়ার মতো আর কেউ রইল না। আমার একমাত্র ছেলেকে আল্লাহ তুলে নিয়ে গেল। আমি এখন কি নিয়ে বাঁচব।’
ফেনী জেলার সমন্বয়ক আব্দুল আজিজ বলেন, ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঘটনাস্থলে আটজন নিহত হয়। বিভিন্ন স্থানে আন্দোলনে অংশগ্রহণ করে আরও তিনজন, এ ছাড়া আজকে একজনসহ সর্বমোট ১২ জন নিহত হয়েছে। আমরা মন্ত্রণালয়ে মোট ১২ জনের শহীদের তালিকা পাঠিয়েছি।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা বলেন, ‘নিহত আরিফের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করে চলেছি। ঢাকা থেকে লাশ নিয়ে আসা হলে যথাযথ প্রক্রিয়ায় দাফন সম্পন্ন হবে।’
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে হত্যাকাণ্ডের ঘটনায় মোট আটটি হত্যা মামলা দায়ের হয়। এতে ফেনী জেলা সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীসহ জেলার সিনিয়র আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের আসামি করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সাইফুল ইসলাম আরিফ (১৬) ৫৭ দিন চিকিৎসাধীন পর মারা গেছেন। আজ সোমবার ঢাকার সিএমএস হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এদিকে ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা-মা। কান্নায় ভেঙে পড়ছেন তাঁরা।
আরিফ দাগনভূঞা উপজেলার ১ নম্বর সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশলাপুর গ্রামের কৃষক আলতাফ হোসেনের ছেলে। নিহত সাইফুল ইসলাম আরিফের বাবা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিন মেয়ে এক ছেলের মধ্যে আরিফ সবার বড়। আরিফ দরবেশহাট ফাজিল মাদ্রাসার দাখিলে লেখাপড়া করত।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল চট্টগ্রামে চাচার বাড়িতে বেড়াতে যায়। গত ৪ আগস্ট চট্টগ্রামের সিআরবি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে মারধর ও গুলিবিদ্ধ হন সাইফুল। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১ মাস ১৫ দিন চিকিৎসার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
নিহতের চাচা আমজাদ হোসেন বলেন, পরিবারে চার সন্তানের মধ্যে সাইফুল বড় ছিল। সে মূলত চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়ে আন্দোলনে অংশ নেন। সেদিন তাকে আওয়ামী লীগের লোকজন বেধড়ক মারধর করে। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
আরিফের বাবার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। এ সময় কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার ঘরে বাতি দেওয়ার মতো আর কেউ রইল না। আমার একমাত্র ছেলেকে আল্লাহ তুলে নিয়ে গেল। আমি এখন কি নিয়ে বাঁচব।’
ফেনী জেলার সমন্বয়ক আব্দুল আজিজ বলেন, ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঘটনাস্থলে আটজন নিহত হয়। বিভিন্ন স্থানে আন্দোলনে অংশগ্রহণ করে আরও তিনজন, এ ছাড়া আজকে একজনসহ সর্বমোট ১২ জন নিহত হয়েছে। আমরা মন্ত্রণালয়ে মোট ১২ জনের শহীদের তালিকা পাঠিয়েছি।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা বলেন, ‘নিহত আরিফের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করে চলেছি। ঢাকা থেকে লাশ নিয়ে আসা হলে যথাযথ প্রক্রিয়ায় দাফন সম্পন্ন হবে।’
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে হত্যাকাণ্ডের ঘটনায় মোট আটটি হত্যা মামলা দায়ের হয়। এতে ফেনী জেলা সাবেক সাংসদ নিজাম উদ্দিন হাজারী, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীসহ জেলার সিনিয়র আওয়ামী লীগের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের আসামি করা হয়।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে