নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দিনদুপুরে ছুরিকাঘাতে চাঁদনী খাতুন (২২) নামের পোশাকশ্রমিক খুন হয়েছেন। পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী তাঁকে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চাঁদনীর স্বামী সবুজ খন্দকারকে (২৯) গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহর ধুমপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চাঁদনী খুলনার দাকোপ উপজেলার খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে। তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) এভারটোব বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিক ছিলেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, গতকাল বিকেলে সিইপিজেডের কর্মস্থল থেকে চাঁদনী খাতুন নিজ বাসায় ফিরছিলেন। এ সময় দক্ষিণ-মধ্যম হালিশহরের খাজা খিজির রোডে একটি দোকানের সামনে তাঁর স্বামী সবুজ পারিবারিক কলহের জেরে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সবুজ তাঁর কোমর থেকে ছুরি বের করে চাঁদনীর গলা, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। পরে তিনি রক্তমাখা ছুরি সেখানে ফেলে পালিয়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুলতান আহসান আরও বলেন, ঘটনার পরপরই পুলিশের রক্তমাখা ছুরি উদ্ধারের পাশাপাশি একাধিক দল হত্যাকাণ্ডের সূত্র উন্মোচনের জন্য মাঠে নামে। পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সবুজের অবস্থান শনাক্ত করে। একপর্যায়ে তাঁকে ধুমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির রক্তমাখা শার্ট জব্দ করা হয়।
বন্দর থানার ওসি আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই দম্পতি পারিবারিক কলহের জেরে এক মাস আগে আলাদা থাকতে শুরু করেন। হত্যার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নগরীতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দিনদুপুরে ছুরিকাঘাতে চাঁদনী খাতুন (২২) নামের পোশাকশ্রমিক খুন হয়েছেন। পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী তাঁকে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চাঁদনীর স্বামী সবুজ খন্দকারকে (২৯) গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহর ধুমপাড়া এলাকা থেকে সবুজকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চাঁদনী খুলনার দাকোপ উপজেলার খাজুরিয়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে। তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) এভারটোব বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানার শ্রমিক ছিলেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, গতকাল বিকেলে সিইপিজেডের কর্মস্থল থেকে চাঁদনী খাতুন নিজ বাসায় ফিরছিলেন। এ সময় দক্ষিণ-মধ্যম হালিশহরের খাজা খিজির রোডে একটি দোকানের সামনে তাঁর স্বামী সবুজ পারিবারিক কলহের জেরে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সবুজ তাঁর কোমর থেকে ছুরি বের করে চাঁদনীর গলা, মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন। পরে তিনি রক্তমাখা ছুরি সেখানে ফেলে পালিয়ে যান। স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুলতান আহসান আরও বলেন, ঘটনার পরপরই পুলিশের রক্তমাখা ছুরি উদ্ধারের পাশাপাশি একাধিক দল হত্যাকাণ্ডের সূত্র উন্মোচনের জন্য মাঠে নামে। পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সবুজের অবস্থান শনাক্ত করে। একপর্যায়ে তাঁকে ধুমপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আসামির রক্তমাখা শার্ট জব্দ করা হয়।
বন্দর থানার ওসি আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই দম্পতি পারিবারিক কলহের জেরে এক মাস আগে আলাদা থাকতে শুরু করেন। হত্যার ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
২৬ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
৩৮ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে