নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কিশোর গ্যাংয়ের হামলায় চট্টগ্রামে চিকিৎসক নিহতের মামলায় চবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রসুল নিশানসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলায় আসামি নিশান ও আরিফুল্লাহ রাজু হাইকোর্টে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে বুধবার দুজনই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী এএইচএম জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই দুই আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে বুধবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।’
তিনি বলেন, ‘নিশানের বিরুদ্ধে অভিযোগ, তার নেতৃত্বে আসামিরা উচ্ছৃঙ্খল আচরণ করে এবং তার নির্দেশনায় হামলা হয়। আদালতে আমাদের বক্তব্য ছিল, ঘটনা যখন সংঘটিত হয় সেই সময় আসামি গোলাম রসুল নিশান তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। সেখানে একটি সিসিটিভি ফুটেজে তাঁকে ওই বাসা থেকে বের হতে দেখা যায়। সিসিটিভি ফুটেজটি সিজার লিস্টে রয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।
অপর আসামি রাজুর নাম এফআইআরে নেই। তাঁকে আসামি হিসেবে দেখানো হয়েছে। এসব কিছু আমরা আদালতে উত্থাপন করি। কিন্তু আদালতে আমাদের তথ্যগুলো অগ্রাহ্য করে আসামিদের জামিন নামঞ্জুর করে কাস্টডিতে পাঠানোর আদেশ দেন।’
এর আগে গত ৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর পশ্চিম ফিরোজ শাহ এলাকায় কিশোর গ্যাংয়ের চার/পাঁচজন সদস্য আলী রেজা রানা নামে এক যুবককে মারধর করে। এ সময় তাঁর বাবা দন্ত চিকিৎসক কোরবান আলীসহ যুবকের বন্ধুরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
কোরবান আলীর মাথায় পাথরের আঘাত লাগলে তিনি নিচে পড়ে গেলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন (৬ এপ্রিল) আকবরশাহ থানায় নিশানসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫ / ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
ঘটনার পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলীর মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় পরিণত হয়। প্রথম দিকে থানা-পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে তদন্তভার ডিবি পুলিশের হাতে ন্যস্ত হয়।
মামলায় কয়েক আসামি কারাগারে থাকলেও নিশানসহ তিন আসামি ধরাছোঁয়ার বাইরে ছিল। বাদী আলী রেজা রানা ঘটনার মূল হোতা নিশানকে গ্রেপ্তার না করায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে বিভিন্ন সময় প্রতিবাদ জানান।
এদিকে জামিন বাতিলের খবর শুনে অভিযুক্ত ছাত্রলীগ নেতার অনুসারী লোকজন আদালত এলাকায় গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সময় উপস্থিত থাকা প্রথম আলোর ফটো সাংবাদিক সৌরভ দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি নিশান ও তার সহযোগীকে যখন এজলাসে তোলা হয় তখন কোনো সমস্যা হয়নি। আমি তখন ছবিও তুলেছিলাম। কিন্তু যখন আসামিদের হ্যান্ডকাপ পড়িয়ে এজলাস থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তাঁরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে বাধা দেন।’
তিনি বলেন, ‘এ সময় এক টেলিভিশন সাংবাদিককে ধাক্কা মেরে সিঁড়িতে ফেলে দেওয়া হয়। আমাকে একজন মেরে ফেলার হুমকি দেয়। এরপরও আমরা ছবি তুলতে থাকি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

কিশোর গ্যাংয়ের হামলায় চট্টগ্রামে চিকিৎসক নিহতের মামলায় চবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রসুল নিশানসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছার আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ মামলায় আসামি নিশান ও আরিফুল্লাহ রাজু হাইকোর্টে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে বুধবার দুজনই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী এএইচএম জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই দুই আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে বুধবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।’
তিনি বলেন, ‘নিশানের বিরুদ্ধে অভিযোগ, তার নেতৃত্বে আসামিরা উচ্ছৃঙ্খল আচরণ করে এবং তার নির্দেশনায় হামলা হয়। আদালতে আমাদের বক্তব্য ছিল, ঘটনা যখন সংঘটিত হয় সেই সময় আসামি গোলাম রসুল নিশান তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। সেখানে একটি সিসিটিভি ফুটেজে তাঁকে ওই বাসা থেকে বের হতে দেখা যায়। সিসিটিভি ফুটেজটি সিজার লিস্টে রয়েছে। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।
অপর আসামি রাজুর নাম এফআইআরে নেই। তাঁকে আসামি হিসেবে দেখানো হয়েছে। এসব কিছু আমরা আদালতে উত্থাপন করি। কিন্তু আদালতে আমাদের তথ্যগুলো অগ্রাহ্য করে আসামিদের জামিন নামঞ্জুর করে কাস্টডিতে পাঠানোর আদেশ দেন।’
এর আগে গত ৫ এপ্রিল চট্টগ্রাম নগরীর পশ্চিম ফিরোজ শাহ এলাকায় কিশোর গ্যাংয়ের চার/পাঁচজন সদস্য আলী রেজা রানা নামে এক যুবককে মারধর করে। এ সময় তাঁর বাবা দন্ত চিকিৎসক কোরবান আলীসহ যুবকের বন্ধুরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
কোরবান আলীর মাথায় পাথরের আঘাত লাগলে তিনি নিচে পড়ে গেলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন (৬ এপ্রিল) আকবরশাহ থানায় নিশানসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫ / ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
ঘটনার পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোরবান আলীর মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় পরিণত হয়। প্রথম দিকে থানা-পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে তদন্তভার ডিবি পুলিশের হাতে ন্যস্ত হয়।
মামলায় কয়েক আসামি কারাগারে থাকলেও নিশানসহ তিন আসামি ধরাছোঁয়ার বাইরে ছিল। বাদী আলী রেজা রানা ঘটনার মূল হোতা নিশানকে গ্রেপ্তার না করায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে বিভিন্ন সময় প্রতিবাদ জানান।
এদিকে জামিন বাতিলের খবর শুনে অভিযুক্ত ছাত্রলীগ নেতার অনুসারী লোকজন আদালত এলাকায় গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সময় উপস্থিত থাকা প্রথম আলোর ফটো সাংবাদিক সৌরভ দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামি নিশান ও তার সহযোগীকে যখন এজলাসে তোলা হয় তখন কোনো সমস্যা হয়নি। আমি তখন ছবিও তুলেছিলাম। কিন্তু যখন আসামিদের হ্যান্ডকাপ পড়িয়ে এজলাস থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তাঁরা সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে বাধা দেন।’
তিনি বলেন, ‘এ সময় এক টেলিভিশন সাংবাদিককে ধাক্কা মেরে সিঁড়িতে ফেলে দেওয়া হয়। আমাকে একজন মেরে ফেলার হুমকি দেয়। এরপরও আমরা ছবি তুলতে থাকি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে