নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে ইসরায়েলবিরোধী মিছিল চলাকালে কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপসহ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়, এস এস খালেদ রোড, কাজীর দেউড়ি, লালখান বাজার ও জিইসি মোড়ে ভাঙচুরের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তৎক্ষণিক পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনীর বর্বরতম হত্যাযজ্ঞ ও আগ্রাসনের প্রতিবাদ বৈশ্বিক আহূত কর্মসূচি ঘিরে চট্টগ্রামেও আজ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ইনকিলাব মঞ্চ, ওলামা-জনতা ঐক্য পরিষদ, ইসলামিক ফ্রন্টসহ অন্তত ২০টির বেশি সংগঠনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ পৃথক এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ ও হেফাজতে ইসলামের পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে খণ্ড খণ্ড বিক্ষোভ–মিছিল জিইসি মোড়, টাইগারপাসসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ওই মিছিলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
বিকেল সোয়া ৪টার দিকে মিছিলটি নগরের জিইসি মোড় অতিক্রমকালে সেখানে অবস্থিত কেএফসি রেস্তোঁরা লক্ষ্য করে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করে। এতে ওই রেস্তোঁরার ও ভবনের সামনের অংশের কাচ ভেঙে যায়।
বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি কেএফসি রেস্তোঁরার সামনে থেকে অগ্রসর হয়ে জিইসি মোড় ঘুরে দুই নম্বর গেটের দিকে অগ্রসর হয়। এরপর আবারও জিইসি মোড়ে একটি ভবনে থাকা কোকাকোলার সাইনবোর্ড লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা। এ সময় ওই ভবনের কাচও ভেঙে পড়ে যায়।
মিছিলটি দামপাড়া এলাকা অতিক্রমকালে সেখানে অবস্থিত ‘পিজ্জা হাট’ রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষুদ্ধরা রেস্টুরেন্টটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ছাড়া একই মিছিল নগরের টাইগারপাসের উদ্দেশ্যে যাওয়ার সময় লালখান বাজারে অবস্থিত সেভেন আপ ও পামা নামের দুটি প্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে মিছিলটি টাইগারপাসে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল ৫টার পর আবার মিছিলটি নগরের কাজীর দেউড়ি, জামালখানসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যাওয়ার পথে নগরের কাজীর দেউড়ি মোড়, এস এস খালেদ রোড, চেরাগী পাহাড়ে সেভেন আপ, পেপসি ও কোকাকোলার সাইনবোর্ডসংবলিত দোকান ও কেএফসি রেস্তোঁরা ভাঙচুর চালাতে দেখা গেছে বিক্ষুদ্ধদের।
এর আগে আরেক দফা ভিন্ন একটি সংগঠনের মিছিল থেকে চেরাগী পাহাড়ে কেএফসি রেস্তোরা ভাঙচুরের ঘটনা ঘটে।
জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘মিছিল থেকে কিছু কিছু প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভাঙচুরের তথ্য আমাদের কাছে এসেছে। কিন্তু এখনো এ বিষয়ে আমরা নির্ভরযোগ্য তথ্য পাইনি। এ ছাড়া ভাঙচুরের ঘটনায় আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।’

চট্টগ্রাম নগরীতে ইসরায়েলবিরোধী মিছিল চলাকালে কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপসহ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়, এস এস খালেদ রোড, কাজীর দেউড়ি, লালখান বাজার ও জিইসি মোড়ে ভাঙচুরের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য তৎক্ষণিক পাওয়া যায়নি।
ইসরায়েলি বাহিনীর বর্বরতম হত্যাযজ্ঞ ও আগ্রাসনের প্রতিবাদ বৈশ্বিক আহূত কর্মসূচি ঘিরে চট্টগ্রামেও আজ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ইনকিলাব মঞ্চ, ওলামা-জনতা ঐক্য পরিষদ, ইসলামিক ফ্রন্টসহ অন্তত ২০টির বেশি সংগঠনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ পৃথক এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা সাড়ে ৩টার দিকে নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ ও হেফাজতে ইসলামের পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে খণ্ড খণ্ড বিক্ষোভ–মিছিল জিইসি মোড়, টাইগারপাসসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ওই মিছিলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
বিকেল সোয়া ৪টার দিকে মিছিলটি নগরের জিইসি মোড় অতিক্রমকালে সেখানে অবস্থিত কেএফসি রেস্তোঁরা লক্ষ্য করে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করে। এতে ওই রেস্তোঁরার ও ভবনের সামনের অংশের কাচ ভেঙে যায়।
বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলটি কেএফসি রেস্তোঁরার সামনে থেকে অগ্রসর হয়ে জিইসি মোড় ঘুরে দুই নম্বর গেটের দিকে অগ্রসর হয়। এরপর আবারও জিইসি মোড়ে একটি ভবনে থাকা কোকাকোলার সাইনবোর্ড লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা। এ সময় ওই ভবনের কাচও ভেঙে পড়ে যায়।
মিছিলটি দামপাড়া এলাকা অতিক্রমকালে সেখানে অবস্থিত ‘পিজ্জা হাট’ রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষুদ্ধরা রেস্টুরেন্টটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ছাড়া একই মিছিল নগরের টাইগারপাসের উদ্দেশ্যে যাওয়ার সময় লালখান বাজারে অবস্থিত সেভেন আপ ও পামা নামের দুটি প্রতিষ্ঠানে ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে মিছিলটি টাইগারপাসে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল ৫টার পর আবার মিছিলটি নগরের কাজীর দেউড়ি, জামালখানসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যাওয়ার পথে নগরের কাজীর দেউড়ি মোড়, এস এস খালেদ রোড, চেরাগী পাহাড়ে সেভেন আপ, পেপসি ও কোকাকোলার সাইনবোর্ডসংবলিত দোকান ও কেএফসি রেস্তোঁরা ভাঙচুর চালাতে দেখা গেছে বিক্ষুদ্ধদের।
এর আগে আরেক দফা ভিন্ন একটি সংগঠনের মিছিল থেকে চেরাগী পাহাড়ে কেএফসি রেস্তোরা ভাঙচুরের ঘটনা ঘটে।
জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘মিছিল থেকে কিছু কিছু প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভাঙচুরের তথ্য আমাদের কাছে এসেছে। কিন্তু এখনো এ বিষয়ে আমরা নির্ভরযোগ্য তথ্য পাইনি। এ ছাড়া ভাঙচুরের ঘটনায় আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১১ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২২ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে