জমির উদ্দিন, চট্টগ্রাম

‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ গানটির লাইনগুলো যেন বাস্তব হয়ে ওঠে চোখের সামনে। এমন এক ব্যক্তি যার দুই পা পুরোপুরি নিশ্চল! হাতে ভর করে নড়াচড়া করতে হয়! সেই তিনি চারটি গাড়ি বদলে ১৩ কিলোমিটার দূর থেকে ছুটে এসেছিলেন দুর্ঘটনার শিকার মুমূর্ষু মানুষগুলোকে রক্ত দিয়ে বাঁচাতে।
তাঁর নাম মো. নাজিম উদ্দিন। যিনি জন্ম থেকে শারীরিকভাবে সীমাবদ্ধ হয়েও সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আহত রোগীর পাশে দাঁড়িয়েছেন তিনি। আজ বুধবার বিকেলেও তিনটায়ও তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আসেন। এ সময় নাজিম উদ্দিনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। এ সময় নাজিম উদ্দিন বলেন, ‘কারও রক্ত লাগবে কিনা তা খোঁজ নিতে এসেছি। আমার কাছে রক্ত দেওয়ার অনেক মানুষ পরিচিত আছে। কয়েক মাসের মধ্যে তো আমার রক্ত আর নেওয়া হবে না।’
তাঁর সঙ্গে আলাপচারিতায় নাজিম উদ্দিন প্রতিবেদকে জানান, গত শনিবার রাত সাড়ে ১১টায় বিস্ফোরণের ঘটনা ঘটার আগেই ঘুমিয়ে যান তিনি। সকালে টিভি খুলে দেখেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের খবর। শত শত আহত রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এ দৃশ্য দেখে তাঁর আর মন মানে না। এক মুহূর্তও আর দেরি করেননি। দুই হাত ভর করে বাসা থেকে বের হন। এরপর চারটি বাহন পাল্টিয়ে চমেকে এসে মুমূর্ষু রোগীর জন্য দেন দুই ব্যাগ রক্ত।
চমেকে এভাবে ছুটে আসার কারণ বলতে গিয়ে নাজিম উদ্দিন বলেন, ‘আমার তো ভাই টাকা-পয়সা নেই। এই দেহটাই আছে। এখান থেকে যা প্রয়োজন তা সবটাই দিতে রাজি। রক্ত দিয়ে হলেও যদি সহযোগিতা করতে না পারি, তাহলে বেঁচে থাকার লাভটা কি?’
গত কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পরে এই বড় মনের মানুষটির ছবি। চমেকে রক্ত দিতে গিয়ে সেদিনের উপস্থিতদের সম্পর্কে তিনি জানান, যখন চমেকের ব্লাড ব্যাংকের সামনে রক্ত দিতে যান তখন সবাই তাঁকে ঘিরে ধরেন। দুই পা যার থেকেও নেই, দুই হাত ভর করেই যার চলাফেরা তিনি কিনা আগ্রাবাদের সিমেন্ট ক্রসিং থেকে এসেছেন রক্ত দিতে!
বাড়ি থেকে চমেক পর্যন্ত আসার গল্পটা নাজিম উদ্দিন বলেন আজকের পত্রিকাকে। তিনি বলেন, ‘গত রোববার বাসা থেকে ১০ মিনিটের পথ আগ্রাবাদ সিমেন্ট ক্রসিং। দুই হাতে ভর করে এসে ১০ নম্বর বাসে উঠে চলে আসি দুই নম্বর গেট। সেখান থেকে একটি অটোরিকশা করে প্রবর্তক মোড়, তারপর আবার রিকশা করে জরুরি বিভাগের সামনে এসে উপস্থিত হই। এর মধ্যে এক আত্মীয় জানায়, রক্ত লাগবে। মুহূর্তেই চমেকের ব্লাড ব্যাংকে গিয়ে দুই ব্যাগ রক্ত দেই।’
পরিবারের বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দিন জানান, বাড়িতে তাঁর মা-বাবা, স্ত্রী ও ১০ বছর বয়সী একটি মেয়ে আছে। কাঠগড় কনটেইনার ডিপোর মালিক দয়া করে তাঁকে ছোট একটি চাকরি দেন। সেই টাকায় তাঁর সংসার চলে। পাশাপাশি মানবিক কাজে যুক্ত আছেন তিনি।

‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে’ গানটির লাইনগুলো যেন বাস্তব হয়ে ওঠে চোখের সামনে। এমন এক ব্যক্তি যার দুই পা পুরোপুরি নিশ্চল! হাতে ভর করে নড়াচড়া করতে হয়! সেই তিনি চারটি গাড়ি বদলে ১৩ কিলোমিটার দূর থেকে ছুটে এসেছিলেন দুর্ঘটনার শিকার মুমূর্ষু মানুষগুলোকে রক্ত দিয়ে বাঁচাতে।
তাঁর নাম মো. নাজিম উদ্দিন। যিনি জন্ম থেকে শারীরিকভাবে সীমাবদ্ধ হয়েও সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আহত রোগীর পাশে দাঁড়িয়েছেন তিনি। আজ বুধবার বিকেলেও তিনটায়ও তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আসেন। এ সময় নাজিম উদ্দিনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। এ সময় নাজিম উদ্দিন বলেন, ‘কারও রক্ত লাগবে কিনা তা খোঁজ নিতে এসেছি। আমার কাছে রক্ত দেওয়ার অনেক মানুষ পরিচিত আছে। কয়েক মাসের মধ্যে তো আমার রক্ত আর নেওয়া হবে না।’
তাঁর সঙ্গে আলাপচারিতায় নাজিম উদ্দিন প্রতিবেদকে জানান, গত শনিবার রাত সাড়ে ১১টায় বিস্ফোরণের ঘটনা ঘটার আগেই ঘুমিয়ে যান তিনি। সকালে টিভি খুলে দেখেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের খবর। শত শত আহত রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। এ দৃশ্য দেখে তাঁর আর মন মানে না। এক মুহূর্তও আর দেরি করেননি। দুই হাত ভর করে বাসা থেকে বের হন। এরপর চারটি বাহন পাল্টিয়ে চমেকে এসে মুমূর্ষু রোগীর জন্য দেন দুই ব্যাগ রক্ত।
চমেকে এভাবে ছুটে আসার কারণ বলতে গিয়ে নাজিম উদ্দিন বলেন, ‘আমার তো ভাই টাকা-পয়সা নেই। এই দেহটাই আছে। এখান থেকে যা প্রয়োজন তা সবটাই দিতে রাজি। রক্ত দিয়ে হলেও যদি সহযোগিতা করতে না পারি, তাহলে বেঁচে থাকার লাভটা কি?’
গত কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পরে এই বড় মনের মানুষটির ছবি। চমেকে রক্ত দিতে গিয়ে সেদিনের উপস্থিতদের সম্পর্কে তিনি জানান, যখন চমেকের ব্লাড ব্যাংকের সামনে রক্ত দিতে যান তখন সবাই তাঁকে ঘিরে ধরেন। দুই পা যার থেকেও নেই, দুই হাত ভর করেই যার চলাফেরা তিনি কিনা আগ্রাবাদের সিমেন্ট ক্রসিং থেকে এসেছেন রক্ত দিতে!
বাড়ি থেকে চমেক পর্যন্ত আসার গল্পটা নাজিম উদ্দিন বলেন আজকের পত্রিকাকে। তিনি বলেন, ‘গত রোববার বাসা থেকে ১০ মিনিটের পথ আগ্রাবাদ সিমেন্ট ক্রসিং। দুই হাতে ভর করে এসে ১০ নম্বর বাসে উঠে চলে আসি দুই নম্বর গেট। সেখান থেকে একটি অটোরিকশা করে প্রবর্তক মোড়, তারপর আবার রিকশা করে জরুরি বিভাগের সামনে এসে উপস্থিত হই। এর মধ্যে এক আত্মীয় জানায়, রক্ত লাগবে। মুহূর্তেই চমেকের ব্লাড ব্যাংকে গিয়ে দুই ব্যাগ রক্ত দেই।’
পরিবারের বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দিন জানান, বাড়িতে তাঁর মা-বাবা, স্ত্রী ও ১০ বছর বয়সী একটি মেয়ে আছে। কাঠগড় কনটেইনার ডিপোর মালিক দয়া করে তাঁকে ছোট একটি চাকরি দেন। সেই টাকায় তাঁর সংসার চলে। পাশাপাশি মানবিক কাজে যুক্ত আছেন তিনি।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
৩ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে