নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পটিয়ায় ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা মামুনুর রশিদ মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস রোডে যাত্রীবাহী বাসের গতিরোধ করে স্বর্ণ ছিনতাইয়ের এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে বিষয়টি শনাক্ত হওয়ার পর যুবদল নেতা মামুনকে বহিষ্কার করে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। গতকাল শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পটিয়া পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তাঁরা।
গত বুধবার কক্সবাজারের ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল কান্তি দাশ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন, পটিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন (৩৫) ও তাঁর সহযোগী বিএনপি কর্মী মনির (৩০)। দুজনের বাড়ি পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজী পাড়া এলাকায়। বহিষ্কৃত মামুন সদ্য বিলুপ্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারী বলে জানা গেছে। এনামও সম্প্রতি এস আলমের গাড়ি-কাণ্ডে দল থেকে বহিষ্কার হয়েছেন।
এ বিষয়ে পটিয়া থানা-পুলিশ জানায়, কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল দাশের রিদি গোল্ড ফ্যাশন নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। তাঁর দোকানের কারিগর রূপণ দাশ গত ২৭ আগস্ট ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ নিয়ে বাসযোগে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ফারুকী পাড়া পয়েন্টে একটি মোটরসাইকেল ও মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। এরপর তারা বাসটিতে উঠে পেছনের সিটে বসা স্বর্ণ কারিগর রূপণ দাশকে ‘ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে টেনে-হিঁচড়ে ও মারধর করে গাড়ি থেকে নামিয়ে ফেলে। তখন বাসটি চলে যায় চট্টগ্রামের দিকে। একপর্যায়ে তারা গলায় ছুরি ধরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর ভিডিও ফুটেজ সংগ্রহ করে যুবদল নেতা মামুন ও তাঁর সহযোগী মনিরকে শনাক্ত করে পটিয়া থানা-পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে পরিচয় শনাক্ত হওয়ার পর আমরা মামলা নিয়েছি। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে বহিষ্কৃত যুবদল নেতা মামুনকে একাধিকবার ফোন করা হলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

চট্টগ্রামের পটিয়ায় ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা মামুনুর রশিদ মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস রোডে যাত্রীবাহী বাসের গতিরোধ করে স্বর্ণ ছিনতাইয়ের এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে বিষয়টি শনাক্ত হওয়ার পর যুবদল নেতা মামুনকে বহিষ্কার করে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। গতকাল শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার পটিয়া পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তাঁরা।
গত বুধবার কক্সবাজারের ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল কান্তি দাশ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন, পটিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন (৩৫) ও তাঁর সহযোগী বিএনপি কর্মী মনির (৩০)। দুজনের বাড়ি পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজী পাড়া এলাকায়। বহিষ্কৃত মামুন সদ্য বিলুপ্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারী বলে জানা গেছে। এনামও সম্প্রতি এস আলমের গাড়ি-কাণ্ডে দল থেকে বহিষ্কার হয়েছেন।
এ বিষয়ে পটিয়া থানা-পুলিশ জানায়, কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার স্বর্ণ ব্যবসায়ী রুবেল দাশের রিদি গোল্ড ফ্যাশন নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। তাঁর দোকানের কারিগর রূপণ দাশ গত ২৭ আগস্ট ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ নিয়ে বাসযোগে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ফারুকী পাড়া পয়েন্টে একটি মোটরসাইকেল ও মাইক্রোবাস বাসটির গতিরোধ করে। এরপর তারা বাসটিতে উঠে পেছনের সিটে বসা স্বর্ণ কারিগর রূপণ দাশকে ‘ছাত্রলীগ কর্মী’ আখ্যা দিয়ে টেনে-হিঁচড়ে ও মারধর করে গাড়ি থেকে নামিয়ে ফেলে। তখন বাসটি চলে যায় চট্টগ্রামের দিকে। একপর্যায়ে তারা গলায় ছুরি ধরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে ২১ ক্যারেটের ৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। এ ঘটনা জানাজানি হওয়ার পর ভিডিও ফুটেজ সংগ্রহ করে যুবদল নেতা মামুন ও তাঁর সহযোগী মনিরকে শনাক্ত করে পটিয়া থানা-পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে পরিচয় শনাক্ত হওয়ার পর আমরা মামলা নিয়েছি। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।’
অভিযোগের বিষয়ে জানতে বহিষ্কৃত যুবদল নেতা মামুনকে একাধিকবার ফোন করা হলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
২৭ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
৩৯ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে