Ajker Patrika

গ্রামে ফিরেছেন রুপনা চাকমা, বইছে বিজুর আমেজ

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১২: ১২
গ্রামে ফিরেছেন রুপনা চাকমা, বইছে বিজুর আমেজ

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ভুঁইয়াদাম গ্রামের মেয়ে রুপনা চাকমা সাফ টুর্নামেন্টে শ্রেষ্ঠ গোলরক্ষক হয়ে কৃতিত্ব অর্জন করায় আনন্দে মেতে উঠেছে সেখানকার মানুষ। ওই গ্রামের মানুষের মাঝে বইছে চাকমাদের মহা উৎসব বিজুর আমেজ।

গতকাল শুক্রবার বিকেলে রুপনা চাকমা নিজ গ্রামে ফিরলে সংবর্ধনা জানাতে গলায় ফুলের মালা পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে নেচে-গেয়ে তাঁকে বরণ করে নেয় এলাকাবাসী। পরে সন্ধ্যার দিকে এলাকাবাসী ও রংধনু ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু তাই নয়, আজ শনিবার সকাল থেকে রুপনার বাড়িতে গ্রামের ছোট-বড় সব শ্রেণির মানুষের আনাগোনা শুরু হয়েছে।

এলাকাবাসী জানান, খুবই কষ্ট করে জীবন যাপন করে রুপনা চাকমার পরিবার। তাঁর বাবার মৃত্যুর পর মা মানুষের বাড়িতে কাজ করে ছেলেমেয়েদের লালন-পালন করেছেন। রুপনা চাকমা এই গ্রামকে সবার কাছে তুলে ধরেছেন বলেও জানান তাঁরা। এতে গ্রামবাসীর মধ্যে বিজুর আনন্দ ছড়িয়ে পড়েছে। তাঁর অবদানে এলাকায় বহুল প্রত্যাশিত একটি সেতুও নির্মাণ করা হয়েছে।

রুপনা চাকমা নিজ গ্রামে ফেরায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে রুপনা চাকমা জানান, তাঁর অবদানের পেছনে শিক্ষকদের প্রচেষ্টা রয়েছে। আর তাঁকে খেলা নিয়ে অনুপ্রেরণা দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, ‘পাহাড়ে অনেক রুপনা চাকমা লুকিয়ে আছেন। অনেক প্রতিভাবান রয়েছেন। আমি চাইব তাঁরা যেন রুপনা চাকমার মতো করে বিশ্বদরবারে সম্মান অর্জন করেন। আর আমাদের সবার এই রুপনাদের খুঁজে বের করতে একযোগে কাজ করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত