চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বটতলী পুরোনো আশ্রয়ণ প্রকল্পের পেছন থেকে বৃদ্ধার শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধার নাম হালিমা খাতুন (৬০), তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী। ২০১৪ সাল থেকে তিনি বটতলী সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বৃদ্ধা হালিমা সোমবার সন্ধ্যার দিকে আশ্রয়ণ প্রকল্পের পাশে এক প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যান। ওই সময় বন্য হাতির আক্রমণের শিকার হন। ঘটনাস্থল নির্জন হওয়ায় হাতির আক্রমণে তার মৃত্যুর ঘটনা কেউ টের পায়নি।
বৃদ্ধার ছেলে মো. শাহাব উদ্দিন বলেন, ‘রাতে বন্য হাতির আক্রমণে মায়ের শরীর টুকরো টুকরো হয়ে যায়। তবে রাতে মৃত্যু হলেও আমরা জেনেছি সকালে।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, ‘হাতির আক্রমণে গুচ্ছগ্রাম প্রকল্পের এক উপকারভোগীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৪ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৬ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৯ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে