নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করার পর এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বড় ধরনের ক্ষতি হয়নি।
আজ শুক্রবার মইজ্জারটেক এলাকায় সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। অয়েল মিলের একটি ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত একটি গুদামে আগুন লাগে বলে ফায়াস সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ওই ভবনের ১০ ফুট দূরত্বেই রয়েছে তেলের মজুত। আগুন নিয়ন্ত্রণে কাজ করে কর্ণফুলী, লামার বাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘মইজ্জারটেকের এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করে। আগুন লাগা ভবনের পাশেই তেলের মজুত ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনা যেত না। এতে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।’
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার কথাও জানান তিনি। তবে আগুনের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি। কোনো হতাহত নেই। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে বলে জানান তিনি।
গত ৪ মার্চ বিকেল ৪টার দিকে এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির কারখানার গুদামে আগুন লাগে। প্রায় ৭০ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সুগার মিলের পোড়া রাসায়নিক বর্জ্য কর্ণফুলী নদীতে পড়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। কর্ণফুলী নদীর পানিতে বিষাক্ত কেমিক্যাল মিশে মরে ভেসে ওঠে হাজার হাজার মাছ।

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করার পর এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বড় ধরনের ক্ষতি হয়নি।
আজ শুক্রবার মইজ্জারটেক এলাকায় সকাল ৮টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। অয়েল মিলের একটি ভবনের দ্বিতীয় তলায় পরিত্যক্ত একটি গুদামে আগুন লাগে বলে ফায়াস সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ওই ভবনের ১০ ফুট দূরত্বেই রয়েছে তেলের মজুত। আগুন নিয়ন্ত্রণে কাজ করে কর্ণফুলী, লামার বাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘মইজ্জারটেকের এস আলম ভেজিটেবল অয়েল মিলে আগুন লাগার খবর পাই সকাল ৮টা ২৫ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করে। আগুন লাগা ভবনের পাশেই তেলের মজুত ছিল। সেখানে আগুন ছড়িয়ে পড়লে আগুন নিয়ন্ত্রণে আনা যেত না। এতে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।’
এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার কথাও জানান তিনি। তবে আগুনের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তিনি। কোনো হতাহত নেই। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে বলে জানান তিনি।
গত ৪ মার্চ বিকেল ৪টার দিকে এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে প্রতিষ্ঠানটির কারখানার গুদামে আগুন লাগে। প্রায় ৭০ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। সুগার মিলের পোড়া রাসায়নিক বর্জ্য কর্ণফুলী নদীতে পড়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়। কর্ণফুলী নদীর পানিতে বিষাক্ত কেমিক্যাল মিশে মরে ভেসে ওঠে হাজার হাজার মাছ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে