উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

আলোচিত পাঁচ খুনের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলোর অপতৎপরতা রুখতে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। সাঁড়াশি অভিযানের মুখে ক্যাম্প ছেড়ে পালানোর সময় আরসার পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল শনিবার মধ্যরাত থেকে আজ রোববার বিকেল পর্যন্ত উখিয়ার ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালনো হয়।
আটক ব্যক্তিরা হলেন ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের রশিদ মিয়া (৫২), সি-৬ ব্লকের আজমত উল্লাহ (২৩), সি-১২ ব্লকের মোহাম্মদ শাকের (২৫), ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-২ ব্লকের আবু তালেক (৩২) এবং জি-৫ ব্লকের মোহাম্মদ ইয়াসিন (২৬)।
এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যাকাণ্ড, অপহরণসহ বিভিন্ন অপরাধের ঘটনায় অভিযুক্ত এসব সন্ত্রাসীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে।
বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসা, আরএসও, নবী হোসেন গ্রুপসহ বেশ কয়েকটি গ্রুপ সক্রিয়। যাদের দমন করতে অব্যাহত অভিযানে এই পাঁচ আরসা সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা আলোচিত পাঁচ খুনে জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে এপিবিএনের এই কর্মকর্তা বলেন, তারা হত্যাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত। ফাইভ মার্ডারের ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ভোরে প্রতিপক্ষ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সঙ্গে সংঘর্ষে জড়ায় আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এই ঘটনায় আরসার পাঁচ সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন শনিবার এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত মামলা করা হয়নি।
কক্সবাজার জেলা পুলিশের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে নতুন করে রোহিঙ্গা আগমনের পর কক্সবাজারের ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত ১৮৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

আলোচিত পাঁচ খুনের পর থেকে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলোর অপতৎপরতা রুখতে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। সাঁড়াশি অভিযানের মুখে ক্যাম্প ছেড়ে পালানোর সময় আরসার পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল শনিবার মধ্যরাত থেকে আজ রোববার বিকেল পর্যন্ত উখিয়ার ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অভিযান চালনো হয়।
আটক ব্যক্তিরা হলেন ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের রশিদ মিয়া (৫২), সি-৬ ব্লকের আজমত উল্লাহ (২৩), সি-১২ ব্লকের মোহাম্মদ শাকের (২৫), ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-২ ব্লকের আবু তালেক (৩২) এবং জি-৫ ব্লকের মোহাম্মদ ইয়াসিন (২৬)।
এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যাকাণ্ড, অপহরণসহ বিভিন্ন অপরাধের ঘটনায় অভিযুক্ত এসব সন্ত্রাসীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে।
বিষয়টি নিশ্চিত করে এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আরসা, আরএসও, নবী হোসেন গ্রুপসহ বেশ কয়েকটি গ্রুপ সক্রিয়। যাদের দমন করতে অব্যাহত অভিযানে এই পাঁচ আরসা সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা আলোচিত পাঁচ খুনে জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে এপিবিএনের এই কর্মকর্তা বলেন, তারা হত্যাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত। ফাইভ মার্ডারের ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাঁদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত শুক্রবার ভোরে প্রতিপক্ষ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সঙ্গে সংঘর্ষে জড়ায় আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এই ঘটনায় আরসার পাঁচ সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন শনিবার এই ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত মামলা করা হয়নি।
কক্সবাজার জেলা পুলিশের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ২০১৭ সালে নতুন করে রোহিঙ্গা আগমনের পর কক্সবাজারের ক্যাম্পগুলোতে এখন পর্যন্ত ১৮৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে