
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রাতে মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ লক্ষ্মীপুরের রায়পুরের সেই তিন জেলের খোঁজ ৯ দিনেও পাওয়া যায়নি। স্বজনেরা নিখোঁজদের খবর পেতে দৌড়াচ্ছেন বিভিন্ন ঘাটে। নদী থেকে ফেরা জেলেদের কাছ থেকে তথ্য পেতে ঘুরছেন দ্বারে দ্বারে। স্বজনহারাদের বাড়িতে এখন থেমে থেমে চলছে কান্নার রোল।
নিখোঁজ ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে লিটন বেপারী (৩৫), আব্দুর রব বেপারীর ছেলে শিপন বেপারী (২৩) ও রব সরদারের ছেলে সুজন সরদার (২৫)।
ঘটনার পর তিন দিন ফায়ার সার্ভিস, পুলিশ, মৎস্য বিভাগ ও জেলে নৌকার মাঝিরা আজ মঙ্গলবার পর্যন্ত তাঁদের খোঁজ পাননি।
এদিকে ঘটনার পরদিন চর কাছিয়া গ্রামের খালেক বেপারী ছেলে রাসেল বেপারী (৩০), রাশেদ বেপারী (১৬), ছোয়াব আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৮), রাজু বেপারীর ছেলে বাচ্চু বেপারী (২৪), মজিব মোল্লার ছেলে জুনু মোল্লা (২৬), আক্কাছ আলী ভূঁইয়ার ছেলে মো. হাসান (১৮) ও নুর নবী চৌকিদারের ছেলে মো. জুয়েলকে (১৬) মতিরহাট এলাকার বিভিন্ন চর থেকে উদ্ধার করা হয়।
নিখোঁজ জেলে সুজন সরদারের মা পারভিন আক্তার ও সন্তানসম্ভবা স্ত্রী সুবর্ণা আক্তার জানান, সুজনকে জীবিত বা মৃত যেকোনো অবস্থাতেই ফিরে পেতে চান। তাঁকে খুঁজে বের করে দিতে সবার সহযোগিতা চান।
নিখোঁজ জেলে লিটন বেপারীর স্ত্রী মারুফা বেগম ও শিপন বেপারীর মা খাদিজা বেগম জানান, নিশ্চিত খবর না পাওয়া পর্যন্ত কষ্ট বাড়তেই থাকবে। তাঁরা নিশ্চিত খবর জানতে চান। লাশ হয়ে ফিরলেও অন্তত শেষবারের মতো দেখতে চান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে তল্লাশি চলছে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ বলেন, নিখোঁজদের সন্ধানে স্থানীয়ভাবে ও ফায়ার সার্ভিস এবং মৎস্য বিভাগের উদ্যোগে তল্লাশি করা হয়। ফিরে আসাদের চিকিৎসায় আর্থিক সহায়তাও করা হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে