নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের জায়গা দখল করে নির্মাণ করা সেই ট্রাক টার্মিনাল উচ্ছেদ করেছে বন্দর কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে গাড়িগুলো সরিয়ে ফেলার পাশাপাশি দেয়াল তুলে জায়গাটি পুনরুদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের তালতলা মাঠ সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা টার্মিনালটিতে উচ্ছেদ চালায় বন্দরের ভূ-সম্পত্তি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি।
এর আগে গত বুধবার দৈনিক আজকের পত্রিকায় ‘বন্দরের জায়গা দখল করে ট্রাক টার্মিনাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভূমি শাখার এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সংবাদ প্রকাশের পরের দিন বৃহস্পতিবারেই বন্দর চেয়ারম্যানের অনুমতি নিয়ে জায়গাটিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সেখানে থাকা শত শত ট্রাক সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া কোনো গাড়ি যাতে সেখানে প্রবেশ করতে না পারে সে জন্য প্রবেশমুখে দেয়াল তুলে রাস্তাটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
তবে সেখানে এখনো ১৭ টির মতো ট্রাক রয়েছে। যেগুলো দূর-দুরন্ত থেকে আসা। অনুরোধের প্রেক্ষিতে আমরা তাঁদের শনিবার সকাল ১০টা পর্যন্ত সময় দিয়েছি। ট্রাকগুলো চলে গেলে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
বন্দরের আরেক কর্মকর্তা বলেন, এতদিন রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে জায়গাটি অবৈধ দখলে রাখা হয়েছিল। আমরাও কোনো কিছু করতে পারিনি। পরিস্থিতি তো বোঝেন। এখন নিউজ হওয়ার কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছি।
জানা যায়, আবাসিক প্রকল্প গড়ে তুলতে একসময় আবর্জনায় ভরা ডোবা ভরাট করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু ভরাটের পর থেকেই ২০ একর সেই জায়গাটি বেদখল থাকে। বন্দরের অসাধু কর্মকর্তাদের সহায়তায় রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি চক্র সেখানে অবৈধভাবে ট্রাক টার্মিনাল গড়ে তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

চট্টগ্রাম বন্দরের জায়গা দখল করে নির্মাণ করা সেই ট্রাক টার্মিনাল উচ্ছেদ করেছে বন্দর কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে গাড়িগুলো সরিয়ে ফেলার পাশাপাশি দেয়াল তুলে জায়গাটি পুনরুদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের তালতলা মাঠ সংলগ্ন অবৈধভাবে গড়ে ওঠা টার্মিনালটিতে উচ্ছেদ চালায় বন্দরের ভূ-সম্পত্তি বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি।
এর আগে গত বুধবার দৈনিক আজকের পত্রিকায় ‘বন্দরের জায়গা দখল করে ট্রাক টার্মিনাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভূমি শাখার এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সংবাদ প্রকাশের পরের দিন বৃহস্পতিবারেই বন্দর চেয়ারম্যানের অনুমতি নিয়ে জায়গাটিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সেখানে থাকা শত শত ট্রাক সরিয়ে ফেলা হয়েছে। এ ছাড়া কোনো গাড়ি যাতে সেখানে প্রবেশ করতে না পারে সে জন্য প্রবেশমুখে দেয়াল তুলে রাস্তাটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
তবে সেখানে এখনো ১৭ টির মতো ট্রাক রয়েছে। যেগুলো দূর-দুরন্ত থেকে আসা। অনুরোধের প্রেক্ষিতে আমরা তাঁদের শনিবার সকাল ১০টা পর্যন্ত সময় দিয়েছি। ট্রাকগুলো চলে গেলে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
বন্দরের আরেক কর্মকর্তা বলেন, এতদিন রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে জায়গাটি অবৈধ দখলে রাখা হয়েছিল। আমরাও কোনো কিছু করতে পারিনি। পরিস্থিতি তো বোঝেন। এখন নিউজ হওয়ার কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছি।
জানা যায়, আবাসিক প্রকল্প গড়ে তুলতে একসময় আবর্জনায় ভরা ডোবা ভরাট করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু ভরাটের পর থেকেই ২০ একর সেই জায়গাটি বেদখল থাকে। বন্দরের অসাধু কর্মকর্তাদের সহায়তায় রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি চক্র সেখানে অবৈধভাবে ট্রাক টার্মিনাল গড়ে তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে