রাঙামাটি প্রতিনিধি

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কনে গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদ, পাহাড় থেকে সামরিক শাসন প্রত্যাহার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহাল রাখাসহ কয়েকটি দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠ থেকে বিক্ষোভ বের করে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বৈষম্য দূর হলেও পাহাড় থেকে বৈষম্য দূর হয় না। এখানে যুগ যুগ ধরে সামরিক শাসন রাখা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে গ্রাফিতি অঙ্কন করতে গিয়ে সেখানে সামরিক বাহিনী বাঙালি ছাত্র পরিষদের কর্মীদের বাধা দিয়েছে। বিভিন্ন এলাকায় গ্রাফিতি মুছে দিয়েছে।
তাঁরা আরও বলেন, কল্পনা চাকমার ছবি অঙ্কন করতে গেলে সামরিক বাহিনী বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন এলাকায় কল্পনা চাকমাসহ অধিকার সংবলিত গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। পানছড়ি মহালছড়িতে গ্রাফিতি অঙ্কন করতে দিচ্ছে না সামরিক বাহিনী।
এখানে পাহাড় ও পাহাড়িদের নিয়ে নিত্য নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। পর্যটনের নামে ভূমি বেদখল, পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। সমতলে গণতন্ত্র থাকলেও পাহাড়ে গণতন্ত্র নেই। জেলা পরিষদের নির্বাচন দেওয়া হচ্ছে না। অনিয়মের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে আদিবাসীদের মেধা শূন্য করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ যুগ যুগ ধরে বাক্স্বাধীনতায় অবরুদ্ধ হয়ে আছে। মৌলিক ও রাজনৈতিক অধিকারের কথা বললে সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।
রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী কিকো দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী উসাই মং মারমা, ক্যাচিনু মারমা, সমাজকর্মী নবশীষ চাকমা, টিকো তালুকদার।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি শহরের দেয়ালে দেয়ালে লেখন ও গ্রাফিতি আঁকার সময় গত ১২ আগস্ট সামরিক বাহিনীর সদস্যরা অঙ্কন করা শিক্ষার্থীদের ওপর হামলা ও একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কনে গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদ, পাহাড় থেকে সামরিক শাসন প্রত্যাহার, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বহাল রাখাসহ কয়েকটি দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরের জিমনেসিয়াম মাঠ থেকে বিক্ষোভ বের করে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশে বৈষম্য দূর হলেও পাহাড় থেকে বৈষম্য দূর হয় না। এখানে যুগ যুগ ধরে সামরিক শাসন রাখা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে গ্রাফিতি অঙ্কন করতে গিয়ে সেখানে সামরিক বাহিনী বাঙালি ছাত্র পরিষদের কর্মীদের বাধা দিয়েছে। বিভিন্ন এলাকায় গ্রাফিতি মুছে দিয়েছে।
তাঁরা আরও বলেন, কল্পনা চাকমার ছবি অঙ্কন করতে গেলে সামরিক বাহিনী বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন এলাকায় কল্পনা চাকমাসহ অধিকার সংবলিত গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে। পানছড়ি মহালছড়িতে গ্রাফিতি অঙ্কন করতে দিচ্ছে না সামরিক বাহিনী।
এখানে পাহাড় ও পাহাড়িদের নিয়ে নিত্য নতুন ষড়যন্ত্র করা হচ্ছে। পর্যটনের নামে ভূমি বেদখল, পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। সমতলে গণতন্ত্র থাকলেও পাহাড়ে গণতন্ত্র নেই। জেলা পরিষদের নির্বাচন দেওয়া হচ্ছে না। অনিয়মের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে আদিবাসীদের মেধা শূন্য করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের মানুষ যুগ যুগ ধরে বাক্স্বাধীনতায় অবরুদ্ধ হয়ে আছে। মৌলিক ও রাজনৈতিক অধিকারের কথা বললে সন্ত্রাসী বিচ্ছিন্নতাবাদীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।
রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী কিকো দেওয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী উসাই মং মারমা, ক্যাচিনু মারমা, সমাজকর্মী নবশীষ চাকমা, টিকো তালুকদার।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি শহরের দেয়ালে দেয়ালে লেখন ও গ্রাফিতি আঁকার সময় গত ১২ আগস্ট সামরিক বাহিনীর সদস্যরা অঙ্কন করা শিক্ষার্থীদের ওপর হামলা ও একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩০ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৩৬ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে