শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে সরানো হয়েছে মজিবর রহমান মজনুকে। নানা অনিয়মের অভিযোগ এনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে তাঁকে সভাপতির পদ থেকে সরানো হয়। একই চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়।
এর আগে সোমবার (১৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। এতে সানজিদা সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি অবশিষ্ট মেয়াদকাল অর্থাৎ আগামী ২০২৪ সালের ১২ মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
মজিবর রহমান মজনু বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।
খোঁজ নিয়ে জানা যায়, কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষের মাঝে দ্বন্দ্ব চলছে। কলেজের অর্থ আত্মসাৎ করাসহ কয়েকটি কারণ দেখিয়ে গত ২২ সেপ্টেম্বর পরিচালনা কমিটির (গভর্নিং বডি) এক সভায় অধ্যক্ষ একেএম নূরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। অধ্যক্ষকে পূর্ণাঙ্গ বরখাস্তের দাবিতে সভাপতির অনুসারী শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেন।
এদিকে সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ এ কে এম নূরুল ইসলাম কলেজ পরিচালনা কমিটির সভাপতি মজিবর রহমান মজনুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এরপর ২১ সেপ্টেম্বর ওই সভাপতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত অভিযোগ দেন তিনি। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে।
গত ২৭ সেপ্টেম্বর ওই তদন্ত কমিটির সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-কলেজ পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান ও সহকারী অধ্যাপক (ইতিহাস বিভাগ) আহম্মদ শরীফ শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ পরিদর্শন করেন। এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে গভর্নিং বডির সভাপতি পদে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ এ কে এম নূরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সভাপতি আমাকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করেছেন। সুষ্ঠু বিচারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করেছিলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিয়েছেন।’
এদিকে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান মজনু বলেন, ‘আমাকে অব্যাহতি দেওয়ার খবরটি ওয়েবসাইট থেকে জেনেছি। তবে আমাকে কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে, তা স্পষ্ট উল্লেখ করা হয়নি।’

বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে সরানো হয়েছে মজিবর রহমান মজনুকে। নানা অনিয়মের অভিযোগ এনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে তাঁকে সভাপতির পদ থেকে সরানো হয়। একই চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়।
এর আগে সোমবার (১৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। এতে সানজিদা সুলতানাকে মনোনয়ন দেওয়া হয়। তিনি অবশিষ্ট মেয়াদকাল অর্থাৎ আগামী ২০২৪ সালের ১২ মার্চ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।
মজিবর রহমান মজনু বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।
খোঁজ নিয়ে জানা যায়, কলেজের বিভিন্ন অনিয়ম নিয়ে গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষের মাঝে দ্বন্দ্ব চলছে। কলেজের অর্থ আত্মসাৎ করাসহ কয়েকটি কারণ দেখিয়ে গত ২২ সেপ্টেম্বর পরিচালনা কমিটির (গভর্নিং বডি) এক সভায় অধ্যক্ষ একেএম নূরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। অধ্যক্ষকে পূর্ণাঙ্গ বরখাস্তের দাবিতে সভাপতির অনুসারী শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন করেন।
এদিকে সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ এ কে এম নূরুল ইসলাম কলেজ পরিচালনা কমিটির সভাপতি মজিবর রহমান মজনুর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এরপর ২১ সেপ্টেম্বর ওই সভাপতির বিরুদ্ধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর লিখিত অভিযোগ দেন তিনি। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে।
গত ২৭ সেপ্টেম্বর ওই তদন্ত কমিটির সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-কলেজ পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান ও সহকারী অধ্যাপক (ইতিহাস বিভাগ) আহম্মদ শরীফ শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ পরিদর্শন করেন। এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে গভর্নিং বডির সভাপতি পদে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
এ ব্যাপারে সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ এ কে এম নূরুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সভাপতি আমাকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করেছেন। সুষ্ঠু বিচারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করেছিলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নিয়েছেন।’
এদিকে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান মজনু বলেন, ‘আমাকে অব্যাহতি দেওয়ার খবরটি ওয়েবসাইট থেকে জেনেছি। তবে আমাকে কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে, তা স্পষ্ট উল্লেখ করা হয়নি।’

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
৩ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
৪ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৬ ঘণ্টা আগে